‘আমার গানের মালা আমি করব কারে দান।’ বাক্যটিতে ‘কারে’—শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
A
কর্তায় সপ্তমী
B
কর্মে সপ্তমী
C
করণে সপ্তমী
D
অপাদানে সপ্তমী
উত্তরের বিবরণ
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকেই কর্ম কারক বলে। ক্রিয়ার সাথে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মকারক হয়।
0
Updated: 3 months ago
'তিলে তেল আছে' কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 month ago
A
অধিকরণে সপ্তমী
B
অধিকরণে শূন্য
C
অপাদানে সপ্তমী
D
অপাদানে শূন্য
তিলে তৈল আছে (অধিকরণে ৭মী)। কিন্তু, তিলে তৈল হয় (অপাদানে ৭মী)।
0
Updated: 1 month ago
'আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে? বাক্যে 'রাঘবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 month ago
A
করণে সপ্তমী
B
অপাদানে সপ্তমী
C
কর্মে সপ্তমী
D
অপাদানে শূন্য
“আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে?” – “রাঘবে” অপাদান কারকে সপ্তমী বিভক্তি। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়।
সপ্তমী বা এ বিভক্তি 'বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা।' লোকমুখে শুনেছি। তিলে তৈল হয়। দুধে দই হয়। খেঁজুর রসে গুড় হয়। পাপে বিরত হও।
0
Updated: 1 month ago
‘পড়ায় আমার মন বসে না’- এখানে ‘পড়ায়’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 2 months ago
A
কর্মকারকে ৭মী বিভক্তি
B
অধিকরণ কারকে ৭মী বিভক্তি
C
অপাদান কারকে ৭মী বিভক্তি
D
করণ কারকে ৭মী বিভক্তি
‘পড়ায় আমার মন বনে না’ – এখানে ‘পড়ায়’ কর্ম কারকে ৭মী বিভক্তি। কিসে প্রশ্ন করলে ‘পড়া’ পাওয়া যায় যেহেতু এটি কর্মকারক।
0
Updated: 2 months ago