সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়?
A
অব্যয়
B
সম্বোধন পদ
C
সর্বনাম
D
ক্রিয়া
উত্তরের বিবরণ
সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত অব্যয়গুলোর মধ্যে প্রধান কিছু নিম্নে উল্লেখ করা হলো: এবং, অথচ, কেন, কিন্তু, তবে, যদিও, যদি, তাই, বরং, অথবা।

0
Updated: 1 month ago
চলিতরীতির প্রবর্তক কে?
Created: 8 hours ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
কাজী নজরুল ইসলাম
C
প্রমথ চৌধুরী
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রমথ চৌধুরী বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক। তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনা করেন। তিনি "সবুজপত্র " পত্রিকা সম্পাদনের মাধ্যমে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেন।

0
Updated: 8 hours ago
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
Created: 1 week ago
A
প্রমথ চৌধুরী
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
মোতাহার হোসেন চৌধুরী
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। ‘বীরবলের হালখাতা’ তাঁর প্রথম চলিত রীতিতে লিখিত গ্রন্থ। এটি ১৯০২ সালে প্রথম ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়। প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকা (১৯১৪) চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে।

0
Updated: 1 week ago
কোন বানানটি প্রমিত?
Created: 1 month ago
A
পশ্চাদপদ
B
পশ্চাৎগামী
C
পশ্চাদ্ভূমি
D
পশ্চাৎবর্তী
পশ্চাদ্ভূমি (প্রমিত বানান)
-
এটি একটি বিশেষ্য (নামবাচক) শব্দ।
-
শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে।
অর্থ:
-
পেছনের জায়গা বা দিক
-
কোনো ঘটনার পটভূমি বা background
তথ্যসূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago