কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?
A
স্বর্ণলতা
B
রিক্তের বেদন
C
রাজসিংহ
D
রাজহংস
উত্তরের বিবরণ
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 week ago
হপ্তপয়কর' গ্রন্থটি রচনা করেন কে?
Created: 2 months ago
A
ফকির গরীবুল্লাহ
B
আলাওল
C
সৈয়দ সুলতান
D
সৈয়দ হামজা
আলাওল
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওল আনুমানিক ১৬০৭ খ্রিষ্টাব্দে ফরিদপুর জেলার ফতেয়াবাদ পরগনার জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আরাকান রাজসভা তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত।
তাঁর প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য হলো ‘পদ্মাবতী’, যা তিনি মাগন ঠাকুরের উৎসাহে রচনা করেন।
সৈয়দ আলাওল রচিত বিখ্যাত সাহিত্যকর্মসমূহ—
- 
পদ্মাবতী 
- 
হপ্তপয়কর 
- 
সিকান্দারনামা 
- 
তোহফা 
- 
সয়ফুলমুলুক বদিউজ্জামান ইত্যাদি 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
'গোরক্ষ বিজয়' গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
শুকর মুহম্মদ
B
ভীমসেন রায়
C
সৈয়দ সুলতান
D
শেখ ফয়জুল্লাহ
• শেখ ফয়জুল্লাহ:
- তিনি নাথ সাহিত্যের আদি কবি।
- তার নাথ ধর্ম বিষয়ক আখ্যানকাব্যের নাম গোরক্ষ বিজয়।
- এই কাব্যটি আবদুল করিম সাহিত্যবিশারদ আবিষ্কার করেন।
• নাথসাহিত্য:
- নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনীভিত্তিক সাহিত্য।
- এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা।
- এ সাহিত্য দুটি ধারায় বিকাশ লাভ করে: একটি হলো সাধন-নির্দেশিকা, আর অন্যটি হচ্ছে গাথাকাহিনী বা আখ্যায়িকা।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
'রত্নবতী' কোন ধরনের গ্রন্থ?
Created: 2 months ago
A
নাটক
B
উপন্যাস
C
প্রহসন
D
গল্পগ্রন্থ
রত্নবতী (মীর মশাররফ হোসেন)
- 
লেখক: মীর মশাররফ হোসেন 
- 
প্রকাশ: ১৮৬৯ 
- 
বিশেষত্ব: - 
মুসলিম সাহিত্যিকদের মধ্যে প্রথম গ্রন্থ যা ঐতিহাসিকভাবে মূল্যবান 
- 
রূপকথা জাতীয় শিক্ষামূলক দীর্ঘ গল্প 
 
- 
- 
মূল বিষয়: - 
রাজপুত্র সুকুমার ও মন্ত্রীপুত্র সুমন্তের মধ্যে ‘ধন বড় না বিদ্যা বড়’ বিতর্ক ও তার সমাধান 
 
- 
মীর মশাররফ হোসেন
- 
জন্ম: ১৩ নভেম্বর ১৮৪৭, কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া 
- 
পেশা: ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক 
- 
সাংবাদিকতা: - 
সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা-র মফঃস্বল সংবাদদাতা 
- 
পত্রিকা আজিজননেহার ও হিতকরী সম্পাদনা 
 
- 
- 
সাহিত্যিক অবদান: - 
বঙ্কিমযুগের প্রধান গদ্যশিল্পী 
- 
উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago