‘মেঘনাদবধ কাব্য’ এর কাহিনী কোথা থেকে গৃহীত?
A
রামায়ণ
B
মহাভারত
C
ইলিয়াড
D
শাহনামা
উত্তরের বিবরণ
0
Updated: 1 week ago
কবি জসীম উদ্দীন কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
Created: 1 month ago
A
১৯০৬ খ্রিষ্টাব্দ
B
১৮৯৯ খ্রিষ্টাব্দ
C
১৯০৫ খ্রিষ্টাব্দ
D
১৯০৩ খ্রিষ্টাব্দ
0
Updated: 1 month ago
'পদ্মা নদীর মাঝি' উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়—
Created: 2 months ago
A
১৯৫০ সালে
B
১৯৪৭ সালে
C
১৯৩৬ সালে
D
১৯২৮ সালে
পদ্মা নদীর মাঝি (উপন্যাস)
-
লেখক: মানিক বন্দ্যোপাধ্যায়
-
প্রকাশ: ১৯৩৬
-
ভাষা ও সাহিত্য: বাংলা সাহিত্যের ক্লাসিক উপন্যাস
-
প্রেক্ষাপট: বাংলাদেশের পদ্মা নদীর তীরবর্তী গ্রামাঞ্চল
-
প্রধান চরিত্র:
-
কুবের (মাঝি)
-
কপিলা
-
মালা
-
হোসেন মিয়া
-
-
মূল বিষয়বস্তু: দরিদ্র মানুষের জীবন সংগ্রাম, আশা-আকাঙ্ক্ষা, ভালোবাসা এবং বেঁচে থাকার লড়াই
-
ছবিনির্মাণ: ১৯৯৩ সালে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র তৈরি করেন
উৎস: বাংলা সাহিত্য জ্ঞান, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
শুকুর মাহমুদ রচিত নাথ সাহিত্য গ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
গোপীচন্দ্রের সন্ন্যাস
B
ময়নামতির গান
C
গোর্খবিজয়
D
মীনচেতন
নাথসাহিত্য মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা, যা নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনিভিত্তিক সাহিত্যকে অন্তর্ভুক্ত করে।
-
এ সাহিত্য দুটি ধারায় বিকাশ লাভ করেছে:
১. সাধন-নির্দেশিকা
২. গাথাকাহিনি বা আখ্যায়িকা
কিছু উল্লেখযোগ্য নাথ সাহিত্য ও তাদের রচয়িতা:
-
গোরাক্ষ বিজয় – রচয়িতা শেখ ফয়জুল্লাহ
-
গোপীচন্দ্রের সন্ন্যাস – রচয়িতা শুকুর মাহমুদ; প্রাপ্ত পুথির ভিত্তিতে ময়নামতী-গোপীচন্দ্রের গানের তিনজন কবির সন্ধান পাওয়া যায়: দুর্লভ মল্লিক, ভবানী দাস ও শুকুর মাহমুদ
-
মীনচেতন – রচয়িতা শ্যামাদাস সেন
-
ময়নামতির গান – রচয়িতা ভবানী দাস
-
গোর্খবিজয় – রচয়িতা ভীমসেন রায়
0
Updated: 1 month ago