৩, ৯ ও ৪ এর চতূর্থ সমানুপাতিক কত?
A
৪
B
১৪
C
১৬
D
১২
উত্তরের বিবরণ
0
Updated: 1 week ago
60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2 : 1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1 : 2 হবে?
Created: 2 months ago
A
40
B
50
C
60
D
70
প্রশ্ন: 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2 : 1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1 : 2 হবে?
সমাধান:
আম : কমলা = 2 : 1
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = 2 + 1 = 3
মিশ্রণে আমের রসের পরিমাণ = 60 × 2/3 = 40 লিটার
মিশ্রণে কমলার রসের পরিমাণ = 60 × 1/3 = 20 লিটার
ধরি,
মিশ্রণে কমলার রসের পরিমাণ x লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1 : 2 হবে।
প্রশ্নমতে,
40 : 20 + x = 1 : 2
বা, 40/(20 + x) = 1/2
বা, 20 + x = 80
বা, x = 80 - 20
∴ x = 60
∴ মিশ্রণে কমলার রসের পরিমাণ60 লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1 : 2 হবে।
0
Updated: 2 months ago
DemoDemoDemoDemoDemoDemo
Created: 2 hours ago
A
Demo
B
Demo
C
Demo
D
Demo
0
Updated: 2 hours ago
একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ চার লাফে যতদূর যায়, কুকুর তিন লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত-
Created: 4 days ago
A
১৫ঃ১৬
B
১৬ঃ১৫
C
২০ঃ১২
D
১২ঃ২০
সমাধান:
ধরা যাক,
কুকুরের এক লাফের দূরত্ব =
খরগোশের এক লাফের দূরত্ব =
প্রশ্ন অনুযায়ী,
খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়।
অতএব,
এছাড়া,
কুকুর ৪ লাফ দেয় যে সময়ে, খরগোশ ৫ লাফ দেয়।
অতএব, তাদের সময়ের অনুপাত = ৪ লাফের সময় (কুকুর) = ৫ লাফের সময় (খরগোশ)
অর্থাৎ, সময় অনুপাত = ৫ : ৪
এখন গতিবেগের অনুপাত =
উত্তর: ১৬ : ১৫
0
Updated: 4 days ago