'সংশয়'-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
A
নির্ভয়
B
বিস্ময়
C
প্রত্যয়
D
দ্বিধা
উত্তরের বিবরণ
• ‘সংশয়' শব্দের অর্থ: সন্দেহ, দ্বিধা, ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তাবোধ।
• ‘প্রত্যয়’ শব্দের অর্থ: প্রতীতি, বিশ্বাস , নিশ্চায়ত্মক ধারণা, নিঃসন্দিগ্ধতা।
• সুতরাং, 'সংশয়' এর বিপরীতার্থক শব্দ 'প্রত্যয়'।
অন্যদিকে,
- 'ভয়' শব্দের বিপরীতার্থক শব্দ - নির্ভয়।
- 'বিস্ময়' শব্দটির বিপরীতার্থক শব্দ স্বাভাবিক।
- 'দ্বিধা' এর বিপরীতার্থক শব্দ নির্দ্বিধা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 5 months ago
কোনটি ফারসি শব্দ?
Created: 3 months ago
A
চাবি
B
চাকর
C
চাহিদা
D
চশমা
চাকর ও চশমা ফারসি ভাষার শব্দ। ফারসি ভাষার আরও কয়েকটি শব্দ - নামাজ, রোজা, কারখানা, নালিশ, নমুনা, আমদানি, রফতানি, হাঙ্গামা । চাবি পর্তুগিজ শব্দ ও চাহিদা বাংলা শব্দ। উল্লেখ্য, নবম - দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ বোর্ড বই অনুযায়ী চাকর ও চাহিদা যথাক্রমে তুর্কি ও পাঞ্জাবি শব্দ।
0
Updated: 3 months ago
‘খাতক’ – এর বিপরীত শব্দ –
Created: 1 month ago
A
অনিষ্ট
B
লায়েক
C
লোকসান
D
মহাজন
খাতক শব্দের বিপরীত শব্দ মহাজন।
খাতক /বিশেষ্য পদ/ দেনাদার, ঋণী।
0
Updated: 1 month ago
অধিত্যকা এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
পার্বত্য
B
সমতল
C
ধিত্যকা
D
উপত্যকা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী, কিছু ভূগোলগত শব্দ এবং তাদের অর্থ ও বিপরীতার্থকতা নিম্নরূপভাবে ব্যাখ্যা করা যায়। তথ্যগুলো হলো:
• অধিত্যকা শব্দের অর্থ হলো পর্বতের সমতল উপরিভাগ বা সানুদেশ।
• উপত্যকা শব্দের অর্থ হলো দুই পর্বতের মধ্যবর্তী সমতল বা নিম্নভূমি।
• তাই, অধিত্যকা শব্দের বিপরীতার্থক শব্দ হলো উপত্যকা।
অন্যদিকে,
• সমতল শব্দের অর্থ হলো এমন স্থান যা উঁচু-নিচু নয় এবং পৃষ্ঠদেশ সমান।
• সমতল শব্দের বিপরীতার্থক শব্দ হলো অসমতল।
0
Updated: 1 month ago