The Merchant of Venice is Shakespearean play about -
A
a Jew
B
a Moor
C
a Roman
D
a Turk
উত্তরের বিবরণ
0
Updated: 1 week ago
What game are Ferdinand and Miranda playing when they are revealed to the nobles?
Created: 1 month ago
A
Checkers
B
Cards
C
Chess
D
Dice
প্লের শেষ অধ্যায়ে (Act V, Scene 1), যখন প্রসপেরো রাজা আলনসো এবং অন্যান্য অভিজাতদের সঙ্গে পুনর্মিলন ঘটান, তখন তিনি একটি শেষ বিস্ময় প্রকাশ করেন। তিনি পর্দা সরিয়ে দেখান ফার্ডিনান্দ এবং মিরান্ডা-কে, যাদের মৃত মনে করা হয়েছিল।
তারা সুখে একটি চেস খেলা খেলতে দেখা যায়। এই খেলা নিজেই প্রতীকী অর্থ বহন করে। রাজনীতি ও কৌশলের খেলা হিসেবে এটি ইঙ্গিত দেয় যে নবীন যুগলটি রাজনৈতিকভাবে উপযুক্ত এবং ভবিষ্যতে শাসক হিসাবে তাদের ভূমিকার জন্য প্রস্তুত।
খেলার নিয়ম নিয়ে তাদের হালকা মনোভাবপূর্ণ তর্ক তাদের পিতামাতার মৃত্যুঞ্জয় রাজনীতিক খেলাধুলার সঙ্গে তীব্র ভিন্নতা প্রকাশ করে, যা একটি নতুন, আশা পূর্ণ প্রজন্মের প্রতিনিধিত্ব করে।
2
Updated: 1 month ago
What is Prospero’s final request to the audience in the Epilogue?
Created: 2 months ago
A
To punish Antonio
B
To crown Miranda
C
To free him with applause
D
To honor Caliban
Epilogue-এ Prospero দর্শকদের উদ্দেশ্যে বলে যে তার জাদু শেষ, এখন তাদের করতালিই তাকে মুক্তি দিতে পারে। এটি নাটকের ভেতরে চরিত্রের অনুরোধ হলেও আসলে শেকসপিয়ারের নাট্যরীতি, যেখানে দর্শকের অনুমোদনই নাটকের সমাপ্তি ঘটায়।
1
Updated: 2 months ago
According to the witches in Macbeth, what is their greatest pleasure?
Created: 2 weeks ago
A
Conjuring
B
Killing corrupt people
C
Serving
D
Deceiving
ডাইনিরা (witches) তাদের আনন্দ খুঁজে পায় প্রতারণা বা বিভ্রান্তি (deception and confusion) সৃষ্টি করার মাধ্যমে। তারা সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ ঘটিয়ে মানুষকে বিভ্রান্ত করে আনন্দ উপভোগ করে।
-
তারা মানুষকে ভুল পথে পরিচালিত করে, যেন নৈতিকতার সীমা অস্পষ্ট হয়ে যায়।
-
তাদের লক্ষ্য কেবল অরাজকতা সৃষ্টি নয়, বরং মানুষের মনকে প্রলোভনের ফাঁদে ফেলা।
অতএব, তাদের সর্বোচ্চ আনন্দ deceiving বা প্রতারণাতেই নিহিত।
0
Updated: 2 weeks ago