সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়?
A
অব্যয়
B
সম্বোধন পদ
C
সর্বনাম
D
ক্রিয়া
উত্তরের বিবরণ
সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত অব্যয়গুলোর মধ্যে প্রধান কিছু নিম্নে উল্লেখ করা হলো: এবং, অথচ, কেন, কিন্তু, তবে, যদিও, যদি, তাই, বরং, অথবা।
0
Updated: 3 months ago
সাধু রীতির বৈশিষ্ট্য নয় কোনটি?
Created: 1 month ago
A
সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।
B
তৎসম শব্দবহুল।
C
সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে।
D
বক্তৃতা ও আলাপ-আলোচনার উপযোগী।
সাধু রীতির বৈশিষ্ট্য নয়— বক্তৃতা ও আলাপ-আলোচনার উপযোগী হওয়া। সাধু রীতি মূলত লেখ্য ভাষায় ব্যবহার হয় এবং এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে।
সাধু রীতি
-
বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
-
এ রীতি গুরুগম্ভীর এবং তৎসম শব্দবহুল।
-
সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী।
-
সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।
চলিত রীতি
-
চলিত রীতি পরিবর্তনশীল। একশ বছর আগে যে চলিত রীতি শিষ্ট ও ভদ্রজনের কথ্য ভাষা হিসেবে প্রচলিত ছিল, বর্তমানে তা পরিবর্তিত রূপ লাভ করেছে।
-
এ রীতি তদ্ভব শব্দবহুল।
-
চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য। বক্তৃতা, আলাপ-আলোচনা ও নাট্যসংলাপের জন্য এটি বেশি উপযোগী।
-
সাধু রীতির সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত হয়ে সহজতর রূপ গ্রহণ করে। বহু বিশেষ্য ও বিশেষণেও একই রকম পরিবর্তন ঘটে।
উৎস:
0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তনে কোন পত্রিকাটির ভূমিকা সবচেয়ে বেশী?
Created: 1 month ago
A
শিখা
B
সংবাদ প্রভাকর
C
সবুজপত্র
D
বঙ্গদর্শন
‘সবুজপত্র’ পত্রিকা সম্পর্কে তথ্য:
-
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতি প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী
-
‘সবুজপত্র’ হলো ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদিত একটি বিশিষ্ট সাহিত্য পত্রিকা
-
প্রথম প্রকাশ: বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে
-
প্রকাশকাল: প্রায় ১৩ বছর
-
পত্রিকাটি চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে
0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
Created: 1 month ago
A
প্রমথ চৌধুরী
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
মোতাহার হোসেন চৌধুরী
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। ‘বীরবলের হালখাতা’ তাঁর প্রথম চলিত রীতিতে লিখিত গ্রন্থ। এটি ১৯০২ সালে প্রথম ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়। প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকা (১৯১৪) চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে।
0
Updated: 1 month ago