ভারতচন্দ্র রায়গুণাকর কোন কাব্য রচনা করেন?
A
অভয়া মঙ্গল
B
শিব মঙ্গল
C
অন্নদা মঙ্গল
D
শীতলা মঙ্গল
উত্তরের বিবরণ
0
Updated: 1 week ago
নজরুলের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল?
Created: 1 week ago
A
বিষের বাঁশি
B
অগ্নিবীণা
C
মৃত্যুক্ষুধা
D
পুবের হাওয়া
0
Updated: 1 week ago
'কথোপকথন' গ্রন্থের রচয়িতা কে?
Created: 2 months ago
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
রামরাম বসু
C
উইলিয়াম কেরি
D
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
কথোপকথন
-
রচয়িতা: উইলিয়াম কেরি
-
ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত দ্বিতীয় বাংলা মুদ্রিত গ্রন্থ
-
বিষয়বস্তু: একাধিক মানুষের মুখের সাধারণ কথোপকথন বা ডায়লগ
উইলিয়াম কেরি
-
ইংরেজ মিশনারি
-
বাংলা গদ্যের বিকাশে বিশেষ অবদান
-
প্রধান রচনা: ‘ইতিহাসমালা’ (বাংলা ভাষার প্রথম গল্পসংগ্রহ) ও ‘কথোপকথন’
-
১৮১০ সালে দরিদ্র কৃষকদের জন্য কলকাতায় বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা
0
Updated: 2 months ago
বাংলা টপ্পা গান কোন টপ্পা শৈলীর অনুকরণে প্রবর্তিত হয়েছে?
Created: 1 month ago
A
ফারসি টপ্পার
B
আরবি টপ্পার
C
ফরাসি টপ্পার
D
হিন্দুস্থানি টপ্পার
টপ্পা গান বাংলা সঙ্গীতের একটি বিশেষ ধারার নাম, যা মূলত হিন্দুস্থানি টপ্পার প্রভাবে গড়ে উঠেছিল। এটি রাগ-রাগিণীর সঙ্গে যুক্ত একটি ওস্তাদি ধাঁচের গান হলেও এর স্বকীয়তায় ফুটে উঠেছে বাংলার কাব্যিক সৌন্দর্য।
-
কবিগানের সমসাময়িক কালে কলকাতা ও আশপাশের শহরতলীতে টপ্পাগান প্রচলিত হয়।
-
রামনিধি গুপ্ত (নিধুবাবু) ছাপরা জেলায় চাকরি করার সময় এক মুসলমান ওস্তাদের কাছে সঙ্গীতে তালিম নেন এবং সেখানে শোরী মিঞার হিন্দুস্থানি টপ্পার সঙ্গে পরিচিত হন। চাকরি শেষে কলকাতায় ফিরে এসে তিনি হিন্দুস্থানি টপ্পার আদলে বাংলা টপ্পার প্রবর্তন করেন।
-
তাঁর টপ্পা সঙ্গীত সংকলনের নাম গীতরত্ন (১৮৩২)।
-
এ গানের প্রধান বৈশিষ্ট্য হলো একেকটি স্বরের ওপর মধ্যলয়ে দোলায়মান কম্পনের মাধ্যমে গানের কথার গড়ানো বা অবরোহণ। নিধুবাবু হিন্দুস্থানি টপ্পায় ব্যবহৃত দ্রুত ক্ষিপ্রতার বদলে কোমল কম্পন ব্যবহার করে বাংলা গানের কাব্যিক সৌন্দর্য বজায় রাখেন। তবে তিনি রাগ ও তালের প্রয়োগে বিশেষ কোনো পরিবর্তন আনেননি।
-
প্রেমসঙ্গীত ছাড়াও তিনি টপ্পার ছাঁচে ব্রহ্মসঙ্গীত রচনা করেছিলেন। যেমন:
পরমব্রহ্ম তৎপরাৎপর পরমেশ্বর/ নিরঞ্জন নিরাময় নির্বিশেষে সদাশয়/ আপনা আপনি হেতু বিভু বিশ্বধর (রাগ: বেহাগ/আড়া)। -
নিধুবাবুর সমসাময়িক ও পরবর্তী সময়ে কালী মীর্জা এবং শ্রীধর কথক বাংলা টপ্পা রচনায় উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
-
রামনিধি গুপ্ত রচিত একটি বিখ্যাত টপ্পা:
নানান দেশের নানান ভাষা/ বিনে স্বদেশী ভাষা/ পুরে কি আশা?
0
Updated: 1 month ago