‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা কে?
A
মুকুন্দরাম চক্রবর্তী
B
সৈয়দ আলাওল
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
সমর সেন
উত্তরের বিবরণ
0
Updated: 1 week ago
প্রথম বাংলা পেশাদার নাট্য কোম্পানি প্রতিষ্ঠা করেন কে?
Created: 1 month ago
A
মাইকেল মধুসূদন দত্ত
B
গিরিশচন্দ্র ঘোষ
C
দীনবন্ধু মিত্র
D
দ্বিজেন্দ্রলাল রায়
গিরিশচন্দ্র ঘোষ ছিলেন নাট্যকার, নাট্যপরিচালক ও মঞ্চাভিনেতা। তিনি ১৮৪৪ সালের ২৮ ফেব্রুয়ারি কলকাতার বাগবাজারে জন্মগ্রহণ করেন এবং বাংলা নাট্যজগতে বিশেষ অবদান রাখেন।
সারসংক্ষেপ:
-
১৮৭২ সালে তিনি বাংলার প্রথম পেশাদার নাট্য কোম্পানি, ন্যাশনাল থিয়েটার, প্রতিষ্ঠা করেন।
-
প্রায় চল্লিশটি নাটক রচনা ও সমান সংখ্যক নাটক পরিচালনা করেন।
-
১৯১২ সালের ৮ ফেব্রুয়ারি কলকাতায় তিনি পরলোক গমন করেন।
প্রধান নাটকসমূহ:
পৌরাণিক নাটক:
-
রাবণবধ
-
সীতার বনবাস
-
সীতার বিদ্রোহ
-
লক্ষ্মণ বর্জন
-
রামের বনবাস
-
সীতাহরণ
-
পান্ডবের অজ্ঞাতবাস
-
পাণ্ডব গৌরব
রোমান্টিক নাটক:
-
মুকুলমুঞ্জরা
-
আবু হোসেন
ঐতিহাসিক নাটক:
-
সিরাজদ্দৌলা
-
মীরকাশিম
-
ছত্রপতি শিবাজী
-
অশোক
-
কৌতুক নাটক
-
হীরার ফুল
-
সপ্তমীতে বিসর্জন
-
বড়দিনের বখশিশ
উৎস:
0
Updated: 1 month ago
ব্রাহ্মসমাজের সভার মুখপত্র ছিলো-
Created: 1 month ago
A
সংবাদ প্রভাকর
B
তত্ত্ববোধিনী
C
কল্লোল
D
বঙ্গদর্শন
‘তত্ত্ববোধিনী’ পত্রিকা
-
প্রকাশনা: ১৮৪৩ সালের ১৬ আগস্ট, অক্ষয়কুমার দত্তের সম্পাদনায়।
-
উদ্দেশ্য: ব্রাহ্মসমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র হিসেবে ব্রাহ্মধর্মের প্রচার ও সভ্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা।
-
তত্ত্বাবধান: দেবেন্দ্রনাথ ঠাকুর।
-
লেখকরা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ।
-
বিষয়বস্তু: প্রধানত বেদান্ত ও ব্রহ্মবিদ্যা, এছাড়া জ্ঞানবিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সমাজতত্ত্ব ও দর্শন।
-
প্রকাশকাল: ১৮৪৩–১৯৩২।
-
পরবর্তী সম্পাদকরা: নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, অযোধ্যানাথ পাকড়াশী, হেমচন্দ্র বিদ্যারত্ন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর।
অন্যান্য গুরুত্বপূর্ণ সাহিত্যিক পত্রিকা
-
‘সংবাদ প্রভাকর’: বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা, ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদনায় ১৮৩৯ সালে দৈনিক রূপে প্রকাশিত।
-
‘কল্লোল’: ১৯২৩ সালে কলকাতা থেকে প্রকাশিত মাসিক পত্রিকা। সম্পাদক: দীনেশরঞ্জন দাস। আধুনিক সাহিত্যের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা।
-
‘বঙ্গদর্শন’: বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনায়, ১৮৭২ সালে প্রথম প্রকাশিত মাসিক পত্রিকা। বাংলা গদ্যের উন্নতি ও লেখকগোষ্ঠী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্য সংকলন কোনটি?
Created: 1 month ago
A
আরেক ফাল্গুন
B
একুশে ফেব্রুয়ারী
C
একুশের গল্প
D
আর্তনাদ
‘একুশে ফেব্রুয়ারী’ সংকলন
-
এটি ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্য সংকলন।
-
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য ঢাকায় আত্মদান স্মরণে, ১৯৫৩ সালের মার্চে হাসান হাফিজুর রহমান ‘একুশে ফেব্রুয়ারী’ নামে সংকলনটি সম্পাদনা করেন।
-
প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান।
-
সম্পাদক ও প্রকাশক উভয়ই বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
-
সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা ও ইতিহাস—৬টি বিভাগে ২২ জন লেখক লিখেছেন।
-
এখানে প্রথম প্রকাশিত হয় আবদুল গাফ্ফার চৌধুরী রচিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান।
-
প্রকাশের তিন সপ্তাহের মধ্যে পাকিস্তানের তৎকালীন সরকার সংকলনটি বাজেয়াপ্ত করে।
অন্যান্য ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য
-
‘আরেক ফাল্গুন’ উপন্যাস: জহির রায়হান রচিত, ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতার উপর ভিত্তি।
-
‘একুশের গল্প’: জহির রায়হানের ভাষা আন্দোলনভিত্তিক বিখ্যাত গল্প। প্রধান চরিত্র: তপু, রেণু ও রাহাত।
-
‘আর্তনাদ’: শওকত ওসমান রচিত ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago