বিদ্যাপতি কোন ধারার কবি?
A
বৈষ্ণবপদাবলী
B
রোমান্টিক প্রণয়োপাখ্যান
C
চরিত সাহিত্য
D
মঙ্গলকাব্য
উত্তরের বিবরণ
0
Updated: 1 week ago
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের পটভূমি কি?
Created: 1 week ago
A
সিপাহী যুদ্ধ
B
মুক্তিযুদ্ধ
C
দেশভাগ
D
ভাষা আন্দোলন
0
Updated: 1 week ago
বাংলা নাটকের প্রথম অভিনয় হয় কত সালে?
Created: 2 months ago
A
১৭৯৫ সালে
B
১৭৯০ সালে
C
১৭৯৮ সালে
D
১৮৯৫ সালে
বাংলা নাটকের উৎস ও বিকাশ:
- আঠারো শতকের শেষদিকে নেপালে বাংলা নাটক রচিত ও অভিনীত হয়।
- কিন্তু বাংলা নাট্যসাহিত্যের ইতিহাসে এসব একটা কৌতূহল ছাড়া অন্য কোন প্রভাব বিস্তার করতে পারেনি।
- বাংলা নাটকের প্রথম অভিনয় হয় ১৭৯৫ সালে।
- হেরাসিম লেবেডফ নামে একজন রুশদেশীয় আগন্তুক কলকাতায় প্রথম ‘বেঙ্গল থিয়েটার’ নামে একটি রঙ্গালয় স্থাপন করেন।
- তিনি 'The Disguise' এবং 'Love is the best Doctor' নামে দুখানা নাটক বাংলা ভাষান্তরিত করে এদেশীয় পাত্রপাত্রীর দ্বারা অভিনয় করান।
- এতে ভারতচন্দ্র রচিত গান সংযোজিত হয়েছিল।
- ১৮৩১ সালে প্রসন্নকুমার ঠাকুর কর্তৃক কলকাতায় ‘হিন্দু থিয়েটার’ নামক প্রথম বাংলা নাট্যাভিনয়ের উপযোগী রঙ্গমঞ্চ প্রতিষ্ঠিত হয় এবং সেখানে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের বিদ্যাসুন্দর অংশের নাট্যরূপ অভিনীত হয়।
- বাংলা মৌলিক নাটক রচনার সূত্রপাত হয় ১৮৫২ সালে।
0
Updated: 2 months ago
রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি কে প্রদান করেন?
Created: 1 month ago
A
মহাত্মা গান্ধী
B
চি-সি-লিজন
C
ব্রহ্মবান্ধব উপাধ্যায়
D
ক্ষিতিমোহন সেন
সঠিক উত্তর হলো: গ) ব্রহ্মবান্ধব উপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ উপাধি প্রদান করেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এই উপাধি রবীন্দ্রনাথের কবিতার সর্বজনীনতা এবং বিশ্বজনীন আবেদনকে স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় এবং পরবর্তীতে তাঁর সাহিত্যকর্মের স্বীকৃতির প্রতীক হিসেবে ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে।
-
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।
-
পেশা: কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক।
-
সম্মান: ১৯১৩ সালে নোবেল পুরস্কার প্রাপ্ত; এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে প্রথম এই গৌরব অর্জন।
-
ভ্রমণ: বাংলাদেশের শাহজাদপুর, পতিসর, কালিগ্রাম ও শিলাইদহে বেড়িয়েছেন।
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকোর বাড়িতে।
-
-
উপাধিসমূহ
-
‘বিশ্বকবি’ – প্রদান করেছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
-
‘গুরুদেব’ – মহাত্মা গান্ধী প্রদান করেছেন।
-
‘কবিগুরু’ – ক্ষিতিমোহন সেন প্রদান করেছেন।
-
‘মহাকবি’ – চীনা কবি চি-সি-লিজন প্রদান করেছেন।
-
0
Updated: 1 month ago