কাহ্নপা কোন ধরনের সাহিত্য রচনা করেছেন?
A
বৈষ্ণবপদ
B
চর্যাপদ
C
বাউল পদ
D
শাক্ত পদ
উত্তরের বিবরণ
0
Updated: 1 week ago
'পানকৌড়ির রক্ত' গল্পগ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
ইমদাদুল হক মিলন
B
মানিক বন্দ্যোপাধ্যায়
C
হুমায়ুন আজাদ
D
আল মাহমুদ
• 'পানকৌড়ির রক্ত' গল্পগ্রন্থটির রচয়িতা- আল মাহমুদ।
- এটি ১৯৭৫ সালে প্রকাশিত হয়।
-------------
• আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ:
- লোক লোকান্তর,
- কালের কলস,
- সোনালী কাবিন,
- পাখির কাছে ফুলের কাছে,
- অদৃষ্টবাদীদের রান্নাবান্না ইত্যাদি।
• তাঁর রচিত উপন্যাস:
- ডাহুকী,
- উপমহাদেশ,
- আগুনের মেয়ে,
- চেহারার চতুরঙ্গ,
- কাবিলের বোন ইত্যাদি।
• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- পানকৌড়ির রক্ত,
- সৌরভের কাছে পরাজিত,
- গন্ধবণিক,
- ময়ূরীর মুখ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
0
Updated: 1 month ago
আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস পালিত হয় কবে?
Created: 2 months ago
A
১১ জুলাই
B
১৫ জুলাই
C
১৭ জুলাই
D
২০ জুলাই
আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস
-
তারিখ: প্রতি বছর ১৭ জুলাই
-
প্রথম পালিত: ২০০৩
-
প্রেক্ষাপট: ১৯৯৮ সালের ১৭ জুলাই রোম সংবিধি গৃহীত হয়, যার মাধ্যমে নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (ICC) গঠিত হয়।
-
উদ্দেশ্য: মানবতাবিরোধী অপরাধসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা।
0
Updated: 2 months ago
বাংলাদেশে বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে কোন ব্যাংক?
Created: 2 months ago
A
ব্র্যাক ব্যাংক
B
ব্যাংক এশিয়া
C
ইস্টার্ন ব্যাংক
D
ডাচ বাংলা ব্যাংক
বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড – বাংলাদেশ
-
প্রবর্তক: ইস্টার্ন ব্যাংক, মাস্টারকার্ডের সহযোগিতায়
-
প্রবর্তনের তারিখ: ৫ জুলাই, ২০২৫
-
উদ্বোধক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর
-
প্রযুক্তি সরবরাহকারী: IDEX Biometrics, Kona I, Infineon Technologies
-
বিশেষত্ব:
-
পিন বা স্বাক্ষরের প্রয়োজন নেই
-
গ্রাহকের তথ্য সরাসরি কার্ডে সংরক্ষিত
-
হোমকিট ব্যবহার করে ঘরে বসেই ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধন
-
মাস্টারকার্ডের আইডেন্টিটি থেফট প্রোটেকশন প্রযুক্তি দিয়ে অনলাইনে নিরাপত্তা নিশ্চিত
-
-
উদ্দেশ্য: গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি ও অপব্যবহার রোধ এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করা
0
Updated: 2 months ago