‘টপ্পা’ কী?
A
এক ধরনের গান
B
বাদ্যযন্ত্র
C
নাচের মুদ্রা
D
বিশেষ ধরনের খেলা
উত্তরের বিবরণ
কলকাতা ও শহরতলীতে রাগ - রাগীণী সংযুক্ত এক ধরনের গান টপ্পা। বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত। তার রচিত একটি বিখ্যাত টপ্পা -
নানান দেশের নানান ভাষা
বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা?

0
Updated: 1 month ago
'যাহারা ভালো, তাহারা পুরস্কৃত হইবে' – এখানে 'যাহারা, তাহারা' কী?
Created: 1 week ago
A
অব্যয়
B
বিশেষণ
C
সর্বনাম
D
যোজক অব্যয়
সর্বনাম পদ
‘যাহারা ভালো, তাহারা পুরস্কৃত হইবে’ – এখানে যাহারা ও তাহারা হলো সাপেক্ষ সর্বনামের উদাহরণ।
সংজ্ঞা:
বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম পদ বলে।
বাংলা ভাষায় সর্বনামকে নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়—
-
ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম
-
আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, তাঁরা, এ, এরা, ও, ওরা ইত্যাদি।
-
-
আত্মবাচক সর্বনাম
-
স্বয়ং, নিজে, খোদ, আপনি।
-
-
সামীপ্যবাচক সর্বনাম
-
এ, এই, এরা, ইহারা, ইনি ইত্যাদি।
-
-
দূরত্ববাচক সর্বনাম
-
ঐ, ঐসব।
-
-
সাকুল্যবাচক সর্বনাম
-
সব, সকল, সমুদয়, তাবৎ।
-
-
প্রশ্নবাচক সর্বনাম
-
কে, কি, কী, কোন, কাহার, কার, কিসে?
-
[প্রশ্ন করার জন্য প্রশ্নবাচক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন: কী দিয়ে ভাত খায়?]
-
-
অনির্দিষ্টতাজ্ঞাপক সর্বনাম
-
কোন, কেহ, কেউ, কিছু।
-
-
ব্যতিহারিক সর্বনাম
-
আপনা আপনি, নিজে নিজে, আপসে, পরস্পর ইত্যাদি।
-
-
সংযোগজ্ঞাপক সর্বনাম
-
যে, যিনি, যাঁরা, যারা, যাহারা ইত্যাদি।
-
-
অন্যাদিবাচক সর্বনাম
-
অন্য, অপর, পর ইত্যাদি।
-
-
সাপেক্ষ সর্বনাম
-
যেমন: যারা–তারা, যে–সে, যেমন–তেমন (যেমন কর্ম, তেমন ফল)।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০২২ সংস্করণ)

0
Updated: 1 week ago
‘Invoice’ এর বাংলা পারিভাষিক রূপ কোনটি?
Created: 1 week ago
A
চালান
B
পণ্যাগার
C
শুল্ক
D
বিনিয়োগ
Invoice হলো ব্যবসা-বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ নথি। এটি ক্রেতা ও বিক্রেতার মধ্যে লেনদেনের প্রমাণস্বরূপ দেওয়া হয়, যেখানে বিক্রিত পণ্য বা সেবার মূল্য, পরিমাণ, তারিখ, শর্তাবলী ইত্যাদি উল্লেখ থাকে। বাংলায় এর পারিভাষিক রূপ হলো চালান।
-
চালান: ক্রয়-বিক্রয় লেনদেনের কাগজ বা রশিদ, যা Invoice এর যথার্থ বাংলা প্রতিশব্দ।
-
পণ্যাগার: যেখানে পণ্য মজুদ থাকে, অর্থাৎ গুদামঘর। Invoice এর সাথে সম্পর্কিত নয়।
-
শুল্ক: আমদানি-রপ্তানির উপর সরকারের আরোপিত কর।
-
বিনিয়োগ: মুনাফার আশায় অর্থ, সম্পদ বা শ্রম ব্যয় করা।
তাই, Invoice = চালান।

0
Updated: 1 week ago
যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে কি বলে?
Created: 2 weeks ago
A
সমস্ত পদ
B
পূর্বপদ
C
উভয়পদ
D
সমস্যমান পদ
অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ। সমস্ত পদ কতগুলো পদের মিলিত রুপ, এই প্রতিটি পদকে বলে সমস্যমান পদ।

0
Updated: 2 weeks ago