বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?
A
পঞ্চগড়
B
রংপুর
C
নীলফামারী
D
দিনাজপুর
উত্তরের বিবরণ
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 week ago
মরীচিকায় কোন ঘটনা ঘটে?
Created: 2 months ago
A
আলোর প্রতিফলন
B
আলোর বিচ্ছুরণ
C
আলোর প্রতিসরণ
D
আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
- মরীচিকা: - 
মরীচিকা হলো আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফল। 
 
- 
- 
উৎপত্তি ও কারণ: - 
আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, প্রতিসরণের কারণে আলো অভিলম্ব থেকে দূরে সরে যায়। 
- 
যখন আলো ক্রান্তি কোণের চেয়ে বড় মানের কোণে বিভেদ তলে আপতিত হয়, তখন তা প্রতিসরিত হয়ে প্রথম মাধ্যমেই ফিরে আসে। 
- 
এই প্রক্রিয়াকেই বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এবং এর ফলে সৃষ্টি হয় মরীচিকা। 
 
- 
- 
লক্ষণ ও প্রভাব: - 
সাধারণত মরুভূমিতে দিনের বেলায় দেখা যায়। 
- 
এটি এক ধরনের দৃষ্টিভ্রম, যেখানে পথিক মনে করে সামনেই পানি আছে, কিন্তু কাছে গেলে দেখা যায় সেখানে কোনো পানি নেই। 
- 
পথিক কখনোই সেই অলীক পানির কাছে পৌঁছাতে পারে না। 
 
- 
উৎস:
i) Britannica
ii) পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
Created: 1 week ago
A
২০০ বর্গমাইল
B
৯২৫ বর্গমাইল
C
১৯৫০ বর্গমাইল
D
২৪০০ বর্গমাইল
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 week ago
এশিয়া-আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোনটি?
Created: 1 month ago
A
মালাক্কা
প্রণালী
B
বাব
এল-মান্দেব প্রণালী
C
বেরিং
প্রণালী
D
পক প্রণালী
বাব এল-মান্দেব প্রণালী
- 
অবস্থান: আরব উপদ্বীপ ও আফ্রিকা মহাদেশের (দক্ষিণ-পশ্চিম) মধ্যবর্তী প্রণালী। 
- 
অর্থ: আরবি নাম “বাব আল-মান্দব” অর্থ “কান্নার দ্বার”। 
- 
সংযোগ: লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করে। 
- 
গুরুত্ব: সুয়েজ খালের পর থেকে ভূমধ্যসাগর ও পূর্ব এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথের অংশ। 
- 
দূরত্ব ও প্রস্থ: - 
মোট দৈর্ঘ্য: প্রায় ১৪৮০ কিমি। 
- 
গড় প্রস্থ: প্রায় ৪৮০ কিমি। 
 
- 
- 
বিভাজন: - 
প্রণালীটি পেরিম দ্বীপ দ্বারা দুই চ্যানেলে বিভক্ত: - 
পশ্চিম চ্যানেল: ২৬ কিমি প্রশস্ত। 
- 
পূর্ব চ্যানেল: ৩ কিমি প্রশস্ত। 
 
- 
 
- 
- 
ভূগোলগত গুরুত্ব: এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে এই প্রণালী। 
- 
অর্থনৈতিক গুরুত্ব: আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য বিশ্বের অন্যতম কৌশলগত প্রণালী। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago