‘বাড়ির কাছে আরশীনগর, সেথায় এক পড়শি বসত করে ….’ এই পংক্তিটি কার লেখা?
A
পাগলা কানাই
B
সিরাজ সাঁই
C
লালন শাহ
D
মদন বাউল
উত্তরের বিবরণ
0
Updated: 1 week ago
"আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।" - এটি কার উক্তি?
Created: 2 months ago
A
মুহম্মদ আব্দুল হাই
B
মুহম্মদ শহীদুল্লাহ্
C
মীর মশাররফ হোসেন
D
কায়কোবাদ
মুহম্মদ শহীদুল্লাহ
-
জন্ম: ১৮৮৫ সালের ১০ জুলাই, চব্বিশ পরগনা জেলা, পশ্চিমবঙ্গ
-
পরিচয়: বহুভাষাবিদ, শিক্ষক, দার্শনিক; ‘জ্ঞানতাপস’ হিসেবে খ্যাত
-
ডাকনাম / খ্যাতি: চলিষ্ণু অভিধান
-
উক্তি (১৯৫২, ভাষা আন্দোলন প্রেক্ষাপট):
"আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।"
-
বিখ্যাত গ্রন্থসমূহ:
-
ভাষা ও সাহিত্য
-
বাঙ্গালা ব্যাকরণ
-
বাংলা সাহিত্যের কথা
-
বাংলা সাহিত্যের ইতিহাস
-
বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত (১৯৫৯)
-
-
অন্য কাজ: বাংলা একাডেমির আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
"আ + উ = ও"- সন্ধি বিচ্ছেদের এই নিয়মে গঠিত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
দীর্ঘোচ্চারণ
B
কথোপকথন
C
গঙ্গোর্মি
D
নবোঢ়া
• স্বরসন্ধির নিয়ম:
বাংলা ভাষায় দুটি পদ একত্রিত হলে কিছু নির্দিষ্ট স্বরধ্বনি পরিবর্তন ঘটে। বিশেষত, প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনি এবং দ্বিতীয় পদের প্রথম উ বা ঊ ধ্বনির সংযোগে ও-ধ্বনি সৃষ্টি হয়। বানানে এটি ও-কারের রূপ হিসেবে প্রকাশ পায়।
উদাহরণসমূহ:
-
অ + উ = ও:
-
সর্ব + উচ্চ → সর্বোচ্চ
-
সূর্য + উদয় → সূর্যোদয়
-
দীর্ঘ + উচ্চারণ → দীর্ঘোচ্চারণ
-
প্রশ্ন + উত্তর → প্রশ্নোত্তর
-
অ + ঊ = ও:
-
নব + ঊঢ়া → নবোঢ়া
-
সর্ব + ঊর্ধ্ব → সর্বোর্ধ্ব
-
আ + উ = ও:
-
যথা + উচিত → যথোচিত
-
কথা + উপকথন → কথোপকথন
-
যথা + উপযুক্ত → যথোপযুক্ত
-
আ + ঊ = ও:
-
গঙ্গা + ঊর্মি → গঙ্গোর্মি
-
মহা + ঊর্মি → মহোর্মি
-
মহা + ঊর্ধ্ব → মহোর্ধ্ব
সংক্ষেপে:
অ/আ + উ/ঊ → ও-কার (যথাযথভাবে মিলিত হয়ে নতুন শব্দ গঠিত হয়)।
0
Updated: 1 month ago
‘নেকড়ে অরণ্য’ শওকত ওসমানের রচিত কোন ধরনের রচনা?
Created: 1 month ago
A
উপন্যাস
B
গল্প
C
প্রবন্ধ
D
কবিতা
নেকড়ে অরণ্য ও শওকত ওসমান
-
নেকড়ে অরণ্য হলো শওকত ওসমানের রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
-
শওকত ওসমান
-
জন্ম: ২ জানুয়ারি ১৯১৭, পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে।
-
প্রকৃত নাম: শেখ আজিজুর রহমান।
-
তিনি একজন কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
-
উপন্যাস ও গল্প রচনায় সুপরিচিত, এছাড়া প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও রচনা করেছেন।
-
মৃত্যু: ১৮ মে ১৯৯৮।
-
-
উল্লেখযোগ্য উপন্যাস
-
জননী
-
ক্রীতদাসের হাসি
-
সমাগম
-
চৌরসন্ধি
-
রাজা উপাখ্যান
-
জাহান্নাম হইতে বিদায়
-
দুই সৈনিক
-
নেকড়ে অরণ্য
-
পতঙ্গ
-
পিঞ্জর
-
-
প্রাপ্ত পুরস্কারসমূহ
-
বাংলা একাডেমি পুরস্কার (১৯৬২)
-
আদমজি সাহিত্য পুরস্কার (১৯৬৬)
-
একুশে পদক (১৯৮৩)
-
ফিলিপস পুরস্কার (১৯৯১)
-
স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯৭)
-
0
Updated: 1 month ago