‘ঙ’ ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো –
A
উম্য
B
উমো
C
ইয়ো
D
উয়ো
উত্তরের বিবরণ
ঙ অর্ধস্বরবর্ণ না তাই এর উচ্চারণ 'উয়/উঁয়ো/উমা না হয়ে হবে ব্যঞ্জনঘেষা উয়ো হবে।
0
Updated: 3 months ago
উচ্চারণস্থান অনুযায়ী 'চাচা' শব্দে কোন ধরনের ব্যঞ্জনধ্বনি রয়েছে?
Created: 2 months ago
A
ওষ্ঠ্য ব্যঞ্জন
B
তালব্য ব্যঞ্জন
C
কণ্ঠনালীয় ব্যঞ্জন
D
মূর্ধন্য ব্যঞ্জন
তালব্য ব্যঞ্জন
সংজ্ঞা:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপ্রবাহে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে।
উদাহরণ:
চাচা, ছাগল, জাল, ঝড়, শসা — এখানে চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনি।
0
Updated: 2 months ago
'অ্যা' এর মতো উচ্চারিত হয় কোন বর্ণ?
Created: 2 months ago
A
ঐ
B
ও
C
এ
D
অ
• [এ] বর্ণের উচ্চারণ:
এ বর্ণের উচ্চারণ দুই রকম: [এ] এবং [অ্যা]। সাধারণ উচ্চারণ [এ], কিন্তু পাশের ধ্বনির প্রভাবে এ কখনো কখনো [অ্যা] উচ্চারিত হয়।
- এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ: একটি [একটি], দেশ [দেশ], এলো [এলো]।
- এ বর্ণের [অ্যা] উচ্চারণ: একটা [অ্যাক্টা], বেলা [ব্যালা], খেলা [খ্যালা]।
অন্যদিকে,
---------------
• [ঐ] বর্ণের উচ্চারণ:
ঐ বর্ণের উচ্চারণ [ওই): ঐকিক [ওইকিক্], তৈল [তোইলো]।
• [ও] বর্ণের উচ্চারণ:
ও বর্ণের উচ্চারণ [ও]: ওল [ওল্], বোধ [বোধ]।
• [অ] বর্ণের উচ্চারণ:
অ বর্ণের উচ্চারণ দুই রকম: [অ] এবং [ও]। সাধারণ উচ্চারণ [অ], কিন্তু পাশের ধ্বনির প্রভাবে [অ] কখনো কখনো [ও]-এর মতো উচ্চারিত হয়।
0
Updated: 2 months ago
[ঋ] বর্ণের উচ্চারণ-
Created: 2 months ago
A
[রি]-এর মতো
B
[রা]-এর মতো
C
[রে]-এর মতো
D
[রৃ]-এর মতো
• [ঋ] বর্ণের উচ্চারণ:
ঋ বর্ণের উচ্চারণ [রি]-এর মতো।
যেমন:
- ঋতু [রিতু],
- ঋণ [রিন্],
- কৃষক [ক্রিশক্],
- দৃশ্য [দ্রিশৃশো]।
0
Updated: 2 months ago