বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়?
A
১৯৭৪
B
২০১১
C
২০১৩
D
২০১৫
উত্তরের বিবরণ
বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের সীমান্তবিষয়ক জটিলতা নিরসনের লক্ষ্যে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর তারিখে উভয় দেশের মধ্যে স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকল (Protocol to the Land Boundary Agreement) স্বাক্ষরিত হয়। এটি ছিল ১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তির (Land Boundary Agreement) একটি পরিপূরক বা হালনাগাদ সংস্করণ, যার মূল উদ্দেশ্য ছিল সীমান্তের অনির্ধারিত অংশগুলো স্পষ্টভাবে চিহ্নিত করা এবং ছিটমহল ও অপদখলীয় ভূমি সম্পর্কিত সমস্যা স্থায়ীভাবে সমাধান করা।
স্থল সীমান্ত চুক্তি ১৯৭৪:
-
১৯৭৪ সালের ১৬ মে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঐতিহাসিক স্থল সীমান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
-
এর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত স্থল সীমানা নির্ধারণের পদক্ষেপ নেওয়া হয়।
-
এই চুক্তির আওতায় ভারতের ভেতরে থাকা দক্ষিণ বেরুবাড়ি ভারতের দখলে যায় এবং বাংলাদেশের পক্ষে দহগ্রাম ও আঙ্গরপোতা অন্তর্ভুক্ত হয়।
-
ছিটমহল দুটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকায়, ভারত পানবাড়ি মৌজার তিনবিঘা জমি স্থায়ীভাবে বাংলাদেশের অনুকূলে ইজারা দেয়, যাতে ওই দুটি ছিটমহলের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়।
-
বাংলাদেশ জাতীয় সংসদ এই চুক্তিকে স্বাক্ষরের পরপরই অনুমোদন দেয়।
২০১১ সালের প্রটোকল:
-
১৯৭৪ সালের পূর্ণাঙ্গ চুক্তির ধারাবাহিকতায় ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বাংলাদেশ সফরকালে ৬ সেপ্টেম্বর তারিখে উক্ত স্থল সীমান্ত প্রটোকল স্বাক্ষরিত হয়।
-
এই প্রটোকলে সীমান্তের অচিহ্নিত অংশগুলো চিহ্নিত করা হয় এবং ছিটমহল ও অপদখলীয় ভূমির সমস্যা সমাধান করে বাংলাদেশ-ভারত সীমান্ত স্থায়ীভাবে নির্ধারণ করা হয়।
-
উভয় দেশ ছিটমহল বিনিময়ে সম্মত হয়, যার আওতায় বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ১১১টি ছিটমহল এবং ভারতের ভেতরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল বিনিময়ের সিদ্ধান্ত হয়।
ছিটমহল বিনিময় ২০১৫:
-
চুক্তি ও প্রটোকলের বাস্তবায়নের ধারাবাহিকতায় ২০১৫ সালের ৩১ জুলাই বাংলাদেশ ও ভারতের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময় সম্পন্ন হয়।
-
এর ফলে বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতীয় ছিটমহলগুলো বাংলাদেশে যুক্ত হয় এবং ভারতের ভেতরে থাকা বাংলাদেশি ছিটমহলগুলো ভারতের অংশে পরিণত হয়।
-
এই বিনিময়ের মাধ্যমে দীর্ঘ ৬৮ বছরের সীমান্ত সমস্যা অবশেষে সমাধান লাভ করে এবং দুই দেশের মধ্যে সীমান্ত সম্পর্ক আরও দৃঢ় হয়।
সব মিলিয়ে, ১৯৭৪ সালের চুক্তি ছিল দুই দেশের সীমান্ত নির্ধারণের ভিত্তি, আর ২০১১ সালের প্রটোকল ছিল তার বাস্তবায়ন-সংক্রান্ত সমাধানমূলক সংযোজন। আর এর পূর্ণ বাস্তবায়ন ঘটে ২০১৫ সালের ছিটমহল বিনিময়ের মাধ্যমে, যা বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।
0
Updated: 1 week ago