John Smith is good ______ Mathematics.
A
at
B
in
C
of
D
after
উত্তরের বিবরণ
0
Updated: 1 week ago
The patient will ____ soon.
Created: 3 days ago
A
come in
B
come round
C
come off
D
come by
"The patient will come round soon." এর মানে হলো, রোগী শীঘ্রই সুস্থ হয়ে উঠবে বা তার অবস্থা ভালো হবে। এখানে "come round" ফ্রেজটির ব্যবহার সাধারণত একজন অসুস্থ ব্যক্তি বা রোগীর সুস্থ হওয়ার বা জ্ঞান ফিরে পাওয়ার প্রসঙ্গে হয়।
"Come in," "come off," এবং "come by" শব্দগুচ্ছগুলো এই প্রেক্ষাপটে উপযুক্ত নয়।
-
"Come in" সাধারণত কোনো জায়গায় প্রবেশের জন্য ব্যবহার হয়।
-
"Come off" মানে কোনো কিছু সঠিকভাবে কাজ না করা বা কোনো কিছু ঝরে পড়া।
-
"Come by" সাধারণত কোনো কিছু পাওয়া বা পাওয়া যাওয়ার অর্থে ব্যবহৃত হয়।
তাহলে, "come round" হলো সঠিক উত্তর, কারণ এটি রোগীর বা অসুস্থ ব্যক্তির অবস্থার উন্নতির জন্য ব্যবহৃত হয়।
উ. খ) come round
0
Updated: 3 days ago
A ____ of sightseers descends upon the island every summer.
Created: 1 month ago
A
school
B
swarm
C
cluster
D
flight
The sentence "A swarm of sightseers descends upon the island every summer" illustrates the use of a collective noun.
-
Swarm: English meaning – a large number of honeybees, ants, locusts, sightseers, tourists, meteors, or children.
-
Bangla meaning – জাঁক, পাল, দল।
-
Example usage: a swarm of ants, a swarm of bees, swarms of children in the park.
-
Other related collective nouns:
-
School: a group of fish – a school of fish (মাছের ঝাঁক বা ভিড়)
-
Cluster: a number of similar things occurring together – a cluster of trees, flowers, bees (গুচ্ছ, ঝাঁক, ঝাড়, স্তবক)
-
Flight: a group of similar beings or objects flying together – typically birds or insects – a flight of birds
-
-
Collective Noun: এটি এমন একটি Noun যা একত্রে কয়েকজন ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায় এবং এককভাবে বিবেচিত হয়।
-
উদাহরণস্বরূপ: cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority।
0
Updated: 1 month ago
Five months have passed since they ____ their new car.
Created: 1 month ago
A
buy
B
brought
C
bought
D
had bought
• সঠিক উত্তর: bought
• Complete sentence: Five months have passed since they bought their new car.
ব্যাখ্যা:
-
Since-এর পরে সাধারণত Past Indefinite tense ব্যবহৃত হয়, যখন Since-এর পূর্ববর্তী clause Present Perfect বা Present Indefinite tense-এ থাকে।
-
উদাহরণ:
-
Ten years have passed since they started their own business.
-
Five years have passed since she adopted her dog from the shelter.
-
অন্য অপশনগুলো ভুল কারণ:
-
buy → Present tense, এখানে ব্যবহার করা যায় না।
-
brought → “bring” এর অতীতকালে ব্যবহৃত ভুল রূপ।
-
had bought → Past perfect, এখানে দরকার নেই।
0
Updated: 1 month ago