‘শীকর’ শব্দের অর্থ—
A
রাজস্ব
B
মেনে নেওয়া
C
জলকণা
D
গাছের মূল
উত্তরের বিবরণ
যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় অব্যয় পদ।

0
Updated: 1 month ago
"ডেকে ডেকে হয়রান হচ্ছি।" - এ বাক্যে 'ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে?
Created: 4 weeks ago
A
পৌনঃপুনিকতা
B
কালের বিস্তার
C
বিরক্তি
D
অনুভূতি
দ্বিরুক্তি শব্দের উদাহরণ
-
পৌনঃপুনিকতা বোঝাতে:
-
ডেকে ডেকে হয়রান হয়েছি।
-
-
বিশেষণ রূপে:
-
এ দিকে রোগীর তো যায় যায় অবস্থা।
-
-
স্বল্পকাল স্থায়ী বোঝাতে:
-
দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেলো।
-
-
ক্রিয়া বিশেষণ বোঝাতে:
-
দেখে দেখে যেও।
-
-
অনুভূতি বা ভাব বোঝাতে:
-
ভয়ে গা ছম ছম করছে।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 4 weeks ago
Ballad কি?
Created: 1 month ago
A
লোকগীতি
B
লোকগাথা
C
গীতিকা
D
গাথা
‘Ballad’ শব্দটি বাংলা ভাষায় পরিচিত ‘গাথা’ হিসেবে, যা সাধারণত বীরত্বগাথা বা লোকমুখে প্রচলিত কাহিনিনির্ভর কবিতা বোঝায়।
অন্যদিকে, ‘Folksong’ এর বাংলা প্রতিশব্দ হলো ‘লোকগীতি’, যা সাধারণ মানুষের জীবন ও অনুভূতির প্রতিফলন ঘটায় সুর ও ছন্দে।
এই ধরনের আরও কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
-
Elegy – শোককবিতা
-
Satire – ব্যঙ্গরচনা
-
Farce – প্রহসন
-
Belle Lettres – রম্যরচনা
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি এবং অভিগম্য অভিধান।

0
Updated: 1 month ago
Edition শব্দের অর্থ
Created: 1 month ago
A
সংস্করণ
B
সম্পাদক
C
সম্পাদকীয়
D
অনুসন্ধান
Edition শব্দের অর্থ হলো — সংস্করণ।
সঠিক উত্তর: ক) সংস্করণ ✅
ব্যাখ্যা:
"Edition" বলতে কোনো বই, পত্রিকা বা প্রকাশনার নির্দিষ্ট সংস্করণকে বোঝায়, যেমন:
-
First edition = প্রথম সংস্করণ
-
Revised edition = সংশোধিত সংস্করণ
অন্য অপশনগুলো:
-
সম্পাদক = Editor
-
সম্পাদকীয় = Editorial
-
অনুসন্ধান = Investigation/Search

0
Updated: 1 month ago