কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?
A
Input
B
Out put
C
উভয়েই
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
ইনপুট ডিভাইস (Input Devices)
যে সব যন্ত্রাংশ ব্যবহার করে কম্পিউটারে তথ্য বা নির্দেশ দেওয়া যায়, সেগুলোকে ইনপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
-
কীবোর্ড
-
মাউস
-
স্ক্যানার
-
OMR (Optical Mark Reader)
-
OCR (Optical Character Reader) ইত্যাদি
আউটপুট ডিভাইস (Output Devices)
যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা বা ফলাফল গ্রহণ করা হয়, তাকে আউটপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
-
মনিটর
-
প্রিন্টার
-
প্রজেক্টর
-
স্পিকার
-
প্লটার ইত্যাদি
ইনপুট-আউটপুট ডিভাইস (Input-Output Devices)
কিছু ডিভাইস রয়েছে যেগুলো একই সঙ্গে ইনপুট ও আউটপুট উভয় কাজ করে।
উদাহরণ:
-
হেডফোন
-
ডিজিটাল ক্যামেরা
-
মডেম
-
টাচস্ক্রিন ইত্যাদি
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল), নবম-দশম শ্রেণি
0
Updated: 1 week ago
ট্রি টপোলজিতে, যে কোনো দুটি নোডের মধ্যে কতটি পথ রয়েছে?
Created: 1 month ago
A
একাধিক
B
শূন্য
C
এক
D
নোডের উপর নির্ভর করে
ট্রি (Tree) হলো একটি সংযুক্ত, চক্রবিহীন (acyclic) গ্রাফ। অর্থাৎ, এটি এমন একটি গ্রাফ যেখানে কোনো চক্র নেই এবং প্রতিটি নোড একে অপরের সাথে সরাসরি বা পরোক্ষভাবে সংযুক্ত। ট্রির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর মধ্যে যে কোনো দুটি নোডের মধ্যে একটিমাত্র অনন্য পথ (unique path) থাকে। যদি দুটি নোডের মধ্যে একাধিক পথ থাকে, তবে সেগুলোর সংযোগে একটি চক্র তৈরি হবে, যা ট্রির সংজ্ঞার বিরোধী। আবার যদি কোনো পথ না থাকে, তবে নোডগুলো সংযুক্ত থাকবে না, যা একটি ট্রি নয়। সুতরাং যেকোনো দুটি নোডের মধ্যে পথের সংখ্যা একটি এবং একমাত্র। সঠিক উত্তর হলো এক।
ট্রি টপোলজি:
-
যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখার মতো সংযুক্ত থাকে, তাকে ট্রি টপোলজি বলা হয়।
-
এতে একটি মূল নোড (root node) থাকে, যা মূল সার্ভার বা কেন্দ্রীয় কম্পিউটার হিসেবে কাজ করে।
-
অন্যান্য নোডগুলো এই মূল নোড থেকে শাখার মাধ্যমে সংযুক্ত থাকে।
-
ট্রি টপোলজির সুবিধা হলো ডেটা রাউটিং সহজ এবং সংগঠিত থাকে, তবে মূল নোড ব্যর্থ হলে পুরো নেটওয়ার্ক প্রভাবিত হতে পারে।
চাওয়াতে আমি চাইলে ট্রি টপোলজির সুবিধা, অসুবিধা ও বাস্তব জীবনের উদাহরণও সংযোজন করতে পারি।
0
Updated: 1 month ago
কোনটি ইনপুট ডিভাইস নয়?
Created: 2 months ago
A
ট্যাকবল
B
ডিজিটাইজার
C
লাইটপেন
D
প্লটার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
আউটপুট ডিভাইস (Output Device)
ইনপুট ডিভাইস (Input Device)
কম্পিউটার
কম্পিউটার (Computer)
ইনপুট, আউটপুট ও ইনপুট-আউটপুট ডিভাইস
১. ইনপুট ডিভাইস
সংজ্ঞা:
যে যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই বা তথ্য প্রদান করি, সেগুলো ইনপুট ডিভাইস।
-
কম্পিউটার এই ডিভাইসের মাধ্যমে ডেটা গ্রহণ করে।
উদাহরণ:
-
কীবোর্ড (Keyboard)
-
মাউস (Mouse)
-
ওএমআর (OMR)
-
ওসিআর (OCR)
-
স্ক্যানার (Scanner)
-
ট্যাকবল (Trackball)
-
জয়স্টিক (Joystick)
-
ডিজিটাইজার (Digitizer)
-
টাচ স্ক্রিন (Touch Screen)
-
লাইটপেন (Lightpen)
-
বার কোড রিডার (Bar Code Reader)
-
গ্রাফিক্স প্যাড (Graphics Pad)
-
পয়েন্ট অফ সেল (Point-of-Sale)
-
ডিজিটাল ক্যামেরা (Digital Camera)
২. আউটপুট ডিভাইস
সংজ্ঞা:
কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে প্রাপ্ত ফলাফল বা তথ্য প্রদর্শন করে এমন যন্ত্রপাতি।
উদাহরণ:
-
মনিটর (Monitor)
-
প্রিন্টার (Printer)
-
প্লটার (Plotter)
-
স্পিকার (Speaker)
-
মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector)
-
ইমেজ সেটার (Image Setter)
-
হেডফোন (Headphone)
মন্তব্য:
-
প্লটার ইনপুট ডিভাইস নয়, এটি আউটপুট ডিভাইস।
৩. ইনপুট-আউটপুট ডিভাইস
সংজ্ঞা:
কিছু ডিভাইস আছে যা একই সঙ্গে ডেটা গ্রহণ ও প্রদর্শন করতে পারে।
উদাহরণ:
-
হার্ডডিস্ক
-
সিডি/ডিভিডি
-
পেনড্রাইভ
-
টাচ স্ক্রিন
0
Updated: 2 months ago
হাইব্রিড কম্পিউটারের উদাহরণ কোনটি?
Created: 4 weeks ago
A
পারসোনাল কম্পিউটার
B
ইসিজি (ECG) মেশিন
C
সুপার কম্পিউটার
D
ল্যাপটপ কম্পিউটার
Hybrid Computer হলো এমন একটি কম্পিউটার সিস্টেম যা একত্রিতভাবে Analog এবং Digital কম্পিউটারের বৈশিষ্ট্য ধারণ করে। উদাহরণস্বরূপ, ECG (Electrocardiogram) Machine মানবদেহ থেকে আসা অ্যানালগ সিগন্যাল (হৃদস্পন্দন) গ্রহণ করে তা ডিজিটাল আকারে প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করে।
-
Hybrid Computer হলো সেই কম্পিউটার যা অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের নীতির সমন্বয়ে গঠিত।
-
একে সংকর কম্পিউটারও বলা হয়।
-
হাইব্রিড কম্পিউটারে সাধারণত ডেটা প্রথমে অ্যানালগ প্রক্রিয়ায় সংগৃহীত হয় এবং পরবর্তীতে তা সংখ্যায় রূপান্তরিত করে ডিজিটাল অংশে প্রেরণ করা হয়।
-
ডিজিটাল অংশ প্রাপ্ত ডেটা প্রক্রিয়াকরণের পর ফলাফল প্রদান করে।
-
হাইব্রিড কম্পিউটার অত্যন্ত ব্যয়বহুল, তাই এটি মূলত বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন মিসাইল, সমরাস্ত্র, বৈজ্ঞানিক গবেষণা, নভোযান, রাসায়নিক দ্রব্যের গুণমান নির্ণয়, পরমাণুর গঠন-প্রকৃতি নির্ণয়, পরীক্ষাগারে ঔষধের মান নির্ণয় ইত্যাদি।
-
হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয় রোগীর তাপমাত্রা, রক্তচাপ, হৃদস্পন্দন ও অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় তথ্য পর্যবেক্ষণের জন্য।
0
Updated: 4 weeks ago