‘রত্ন> রতন’ হওয়ার সন্ধি সূত্র –
A
স্বরভক্তি
B
স্বরসংগতি
C
অভিশ্রুতি
D
অপিনিহিতি
উত্তরের বিবরণ
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন - রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ।

0
Updated: 1 month ago
সন্ধির প্রধান সুবিধা কী?
Created: 2 months ago
A
পড়ার সুবিধা
B
লেখার সুবিধা
C
উচ্চারণের সুবিধা
D
শোনার সুবিধা
সন্ধি:
- পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- অন্য কথায়, সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- সন্ধির প্রধান উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন।
- সন্ধি শব্দ গঠনেরও একটি উপায়।
- তবে সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা।
- তবে বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দ গঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

0
Updated: 2 months ago
সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম-
Created: 4 days ago
A
সমাস
B
সন্ধি
C
প্রকৃতি
D
কারক
• সন্ধি:
- সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি।
যেমন
- আশা + অতীত = আশাতীত।
- হিম + আলয় = হিমালয়।
• সন্ধির উদ্দেশ্য:
- সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা এবং
- ধ্বনিগত মাধুর্য সম্পাদন। যেমন- 'আশা' ও
- 'অতীত' উচ্চারণে যে আয়াস প্রয়োজন, 'আশাতীত' তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত হয়।
- সেরূপ 'হিম আলয়' বলতে যেরূপ শোনা যায়, 'হিমালয়' তার চেয়ে সহজে উচ্চারিত এবং শ্রুতিমধুর।

0
Updated: 4 days ago
‘ষষ্ঠ’– এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
ষট্+থ
B
ষষ্ঠ+থ
C
ষষ্+থ
D
ষষ্+ঠ
‘ষষ্ঠ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ = ষষ্ + থ। এটি ব্যঞ্জণসন্ধির উদাহরণ। ‘ষ’ এর পর যথাক্রমে ‘ত’ বা ‘থ’ থাকলে তার স্থানে যথাক্রমে ‘ট’ বা ‘ঠ’ হয়ে যায়। যেমন- কৃষ = তি-কৃষ্টি।

0
Updated: 1 month ago