কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ধর্ম ইসলাম?
A
রাখাইন
B
মারমা
C
পাঙন
D
খিয়াং
উত্তরের বিবরণ
0
Updated: 1 week ago
বম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় প্রধানত কোন ধর্মাবলম্বী?
Created: 1 month ago
A
হিন্দু
B
বৌদ্ধ
C
মুসলিম
D
খ্রিস্টান
বম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
-
বাংলাদেশের একটি অতি প্রাচীন নৃগোষ্ঠী।
-
কুকি-চিন ভাষাভাষী মঙ্গোলীয় গোষ্ঠীভুক্ত।
-
বাসস্থান: প্রধানত বান্দরবান (রুমা, থানচি, রোয়াংছড়ি, বান্দরবান সদর) ও রাঙামাটি (বিলাইছড়ি)।
-
ভাষা: নিজস্ব ভাষা আছে, যা তিব্বত-বর্মান ভাষা পরিবারের অন্তর্ভুক্ত।
-
গোত্র: শুনথলা (Sunthla) ও পাংহয় (Panghawi)।
-
সমাজব্যবস্থা: পুরুষতান্ত্রিক।
-
বসতি: পাহাড়ে মাটিতে খুঁটি পুঁতে উঁচু প্ল্যাটফর্মে ঘর নির্মাণ করে, যাকে মাচাং বলা হয়।
-
আইন-কানুন: Bom Customary Law গ্রন্থের ভিত্তিতে জীবন পরিচালনা করে।
-
সংস্কৃতি:
-
বাঁশনৃত্য জীবনের অপরিহার্য অংশ।
-
চেরাউ নৃত্য ও সঙ্গীত দুঃখ-শোকের দিনে পরিবেশিত হয়, আনন্দ বা উৎসবে নয়।
-
-
পেশা: প্রধানত জুমচাষ।
-
ধর্ম: প্রধানত খ্রিস্টান।
0
Updated: 1 month ago
লুসাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোন ধর্মাবলম্বী?
Created: 1 month ago
A
মুসলিম
B
হিন্দু
C
বৌদ্ধ
D
খ্রিস্টান
লুসাই নৃগোষ্ঠী:
-
লুসাই মূলত বার্মা থেকে আগত এবং নিজেদের মঙ্গোলীয় বংশধর হিসেবে পরিচয় দেয়।
-
বাংলাদেশে রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় এবং ভারতের মিজোরাম রাজ্যে এদের বসবাস রয়েছে।
-
শতভাগ লুসাই খ্রিস্টান ধর্মাবলম্বী।
-
বছরে তারা প্রধান তিনটি উৎসব পালন করে:
১. চাপচারকূত – বসন্ত উৎসব
২. মীমতূত – মৃত আত্মাদের স্মরণে উৎসব
৩. পলকূত – শস্য কাটা উৎসব
সূত্র: বাংলাপিডিয়া।
0
Updated: 1 month ago
সোহরাই কোন নৃগোষ্ঠীর প্রধান উৎসব?
Created: 1 month ago
A
রাখাইন
B
ওরাঁও
C
গারো
D
সাঁওতাল
সাঁওতাল জনগোষ্ঠী
-
সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী।
-
প্রধান বসবাসস্থান: রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলা।
-
মূল নিবাস: রাঢ়বঙ্গ, বিহার ও উড়িষ্যার অরণ্য অঞ্চল।
-
ভাষা: অস্ট্রিক ভাষাভাষী, প্রোটো-অস্ট্রালয়েড বংশের অধিবাসী।
-
সাঁওতালরা ভারতীয় উপমহাদেশের আদি বাসিন্দা ও কৃষি সংস্কৃতির প্রবর্তক।
-
উপাস্য: সূর্য ও পর্বত দেবতা (মারাং বুরু), যাদের গ্রামদেবতা হিসেবে পূজা করা হয়।
-
বর্ষের শুরু: ফাল্গুন মাস।
-
উৎসব: প্রতিমাসে বা ঋতু অনুযায়ী বিভিন্ন উৎসব, যেমন সোহরাই উৎসব যা পৌষ সংক্রান্তির দিন উদযাপিত হয়।
-
সামাজিক কাঠামো: পুরুষের আধিপত্য অপেক্ষাকৃত বেশি।
-
সাহিত্য ও ধর্ম: ভাষা আছে কিন্তু লিখিত বর্ণমালা নেই; ধর্ম আছে কিন্তু আনুশাসনিক ধর্মগ্রন্থ নেই।
0
Updated: 1 month ago