মনীষা শব্দের বিপরীত শব্দ—
A
নির্বোধ
B
প্রজ্ঞা
C
স্থিরতা
D
মনস্বিতা
উত্তরের বিবরণ
‘মনীষা’ শব্দের বিপরীত শব্দ ‘নির্বোধ’।
‘মনীষা’ শব্দের অর্থ = প্রজ্ঞা; তীক্ষ্ণবুদ্ধি; প্রতিভা। ‘নির্বোধ’ শব্দের অর্থ = বোধহীন; অজ্ঞান; মূর্খ; বুদ্ধিশূন্য।
0
Updated: 3 months ago
‘অন্তরঙ্গ’- এর বিপরীত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
শত্রুতা
B
সম্পর্কহীন
C
বহিরঙ্গ
D
বৈরীভাব
অন্তরঙ্গ এর বিপরীত শব্দ - বহিরঙ্গ। শত্রুতা এর বিপরীত শব্দ - মিত্রতা। সম্পর্কহীন এর বিপরীত শব্দ - সুসম্পর্ক।
0
Updated: 1 month ago
জঙ্গম-এর বিপরীতার্থক শব্দ কি?
Created: 3 months ago
A
অরণ্য
B
পর্বত
C
স্থাবর
D
সমুদ্র
‘জঙ্গম’ এর বিপরীতার্থক শব্দ - স্থাবর।
• জঙ্গম (বিশেষণ),
অর্থ: গতিশীল, চেলমান, সচল।
• স্থাবর (বিশেষণ),
অর্থ: নিশ্চল; স্থির; অসাড়; স্থানান্তরিত করার অযোগ্য।
গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ:
• ‘হর্ষ’ শব্দের বিপরীত শব্দ - বিষাদ।
• ‘সচেষ্ট’ শব্দের বিপরীত শব্দ - নিচেষ্ট।
• ‘আকুঞ্চন’ শব্দের বিপরীত শব্দ - প্রসারণ।
• ‘আবির্ভাব’ শব্দের বিপরীত শব্দ - তিরোভাব।
• ‘অনন্ত’ শব্দের বিপরীত শব্দ - সান্ত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 3 months ago
সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
শান্ত
B
সুন্দর
C
উগ্র
D
কৃষ্ণ
সৌম্য শব্দের বিপরীত শব্দ 'উগ্র'। শান্ত শব্দের বিপরীত শব্দ - অশান্ত / দুরন্ত/ চঞ্চল সুন্দর " " " অশান্ত / কুৎসিত কৃষ্ণ " " " শুক্ল/ শুভ্র / শ্বেত ।
0
Updated: 1 month ago