A
কোলন ড্যাশ
B
ড্যাশ
C
কোলন
D
সেমিকোলন
উত্তরের বিবরণ
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে, কোলন ড্যাশ (:-) উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন এবং ড্যাশ চিহ্ন একসঙ্গে ব্যবহৃত হয়।

1
Updated: 1 day ago
বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?
Created: 2 days ago
A
ধাতু বোঝাতে
B
অর্থমূলক
C
ব্যাখ্যামূলক
D
উৎপন্ন বোঝাতে
সাহিত্যিক লেখায় বন্ধনী চিহ্ন (যেমন, ()) সাধারণত বিশেষ তথ্য, ব্যাখ্যা, মন্তব্য বা পরিসংখ্যান যোগ করার জন্য ব্যবহৃত হয়, যা মূল বক্তব্যকে সমর্থন বা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে সাহায্য করে।

0
Updated: 2 days ago
বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই?
Created: 1 day ago
A
কোলন
B
সেমিকোলন
C
হাইফেন
D
ড্যাস
হাইফেন এর জন্য থামার প্রয়োজন নেই। ইলেক বা লোপ চিহ্নের জন্যও থামার প্রয়োজন নেই। কমা – ১ (এক) বলতে যে সময় প্রয়োজন। সেমিকোলন – ১ বলার দ্বিগুণ সময়। দাঁড়ি – এক সেকেন্ড। প্রশ্নবোধক চিহ্ন – এক সেকেন্ড।

0
Updated: 1 day ago
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?
Created: 1 week ago
A
দাড়ি (।)
B
কোলন (:)
C
সেমিকোলন (;)
D
ড্যাস (-)

0
Updated: 1 week ago