নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম?
A
RAM
B
Hard Disk
C
ROM
D
Register
উত্তরের বিবরণ
কম্পিউটারের মেমোরি ব্যবস্থায় বিভিন্ন স্তরের সংরক্ষণ মাধ্যম ব্যবহার করা হয়, যার প্রতিটির গতি, ধারণক্ষমতা ও দাম একে অপরের থেকে ভিন্ন। এই ধারাবাহিকতায় রেজিস্টার (Register) হলো কম্পিউটারের সবচেয়ে দ্রুত কাজ করা মেমোরি ইউনিট। এটি মূলত মাইক্রোপ্রসেসরের ভেতরে অবস্থিত একটি অস্থায়ী মেমোরি, যা অত্যন্ত দ্রুতগতিতে ডেটা সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করে।
রেজিস্টারের বৈশিষ্ট্য ও কাজ:
-
রেজিস্টার হলো মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমোরি, যেখানে কাজের সময় সাময়িকভাবে তথ্য সংরক্ষণ করা হয়।
-
এটি ফ্লিপ-ফ্লপ (Flip-Flop) সার্কিটের মাধ্যমে তৈরি হয়, যা এক বিট তথ্য সংরক্ষণ করতে সক্ষম।
-
রেজিস্টারের কাজ করার গতি অত্যন্ত দ্রুত, কারণ এটি সরাসরি প্রসেসরের ভেতরে অবস্থিত এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU)-এর সঙ্গে সরাসরি সংযুক্ত।
-
প্রসেসরের কার্যসম্পাদনের জন্য বিভিন্ন ধরণের রেজিস্টার ব্যবহার করা হয়, যেমন—
-
অ্যাকুমুলেটর (Accumulator): গাণিতিক ও যৌক্তিক কার্য সম্পাদনে ব্যবহৃত হয়।
-
ইনস্ট্রাকশন রেজিস্টার (Instruction Register): বর্তমান নির্দেশ সংরক্ষণ করে।
-
প্রোগ্রাম কাউন্টার (Program Counter): পরবর্তী নির্দেশের ঠিকানা ধারণ করে।
-
-
এ কারণে রেজিস্টারকে কম্পিউটারের সবচেয়ে দ্রুত কাজ করা মেমোরি বলা হয়।
মেমোরির ধারণক্ষমতা, দাম ও গতির ক্রম:
মেমোরি ইউনিটগুলো সাধারণত একটি পিরামিড কাঠামোয় সাজানো হয়, যেখানে গতি, ধারণক্ষমতা ও খরচের মধ্যে একটি বিপরীত সম্পর্ক থাকে।
-
পিরামিডের শীর্ষে অবস্থানকারী রেজিস্টার-এর গতি সবচেয়ে বেশি হলেও এর ধারণক্ষমতা সীমিত এবং দাম বেশি।
-
এরপর ক্রমান্বয়ে ক্যাশ মেমোরি, RAM, হার্ড ডিস্ক, অপটিক্যাল ডিস্ক (CD/DVD) ইত্যাদি অবস্থান করে।
-
পিরামিডের নিচের দিকে অবস্থিত অপটিক্যাল ডিস্কের ধারণক্ষমতা বেশি হলেও এর গতি তুলনামূলক কম এবং দামও কম।
অন্য মেমোরি ইউনিটগুলোর সংক্ষিপ্ত বিবরণ:
-
RAM (Random Access Memory): এটি কম্পিউটারের প্রধান অস্থায়ী মেমোরি (Volatile Memory), যা শুধুমাত্র কাজ চলাকালীন ডেটা সংরক্ষণ করে। কম্পিউটার বন্ধ হলে এর সব ডেটা মুছে যায়।
-
ROM (Read Only Memory): এটি স্থায়ী মেমোরি (Non-Volatile Memory), যেখানে কম্পিউটারের প্রাথমিক নির্দেশনা বা বুট প্রোগ্রাম সংরক্ষিত থাকে।
-
হার্ড ডিস্ক: এটি কম্পিউটারের প্রধান তথ্য ভান্ডার, যেখানে বিশাল পরিমাণ ডেটা স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। এর ধারণক্ষমতা অনেক বেশি হলেও গতি তুলনামূলক কম।
-
অপটিক্যাল ডিস্ক (CD/DVD): তথ্য সংরক্ষণে ব্যবহৃত হয়, তবে এর গতি রেজিস্টার বা RAM-এর তুলনায় অনেক ধীর।
সব মিলিয়ে বলা যায়, মেমোরি ব্যবস্থার বিভিন্ন স্তরের মধ্যে রেজিস্টারই সবচেয়ে দ্রুত কাজ করে, কারণ এটি সরাসরি মাইক্রোপ্রসেসরের অংশ এবং তাৎক্ষণিকভাবে তথ্য প্রক্রিয়াকরণে অংশ নেয়।
0
Updated: 1 week ago
কম্পিউটার পাওয়ার সিস্টেম কী কাজ করে?
Created: 1 month ago
A
DC কে AC তে রূপান্তর করে
B
AC কে DC তে রূপান্তর করে
C
AC কে AC তে রূপান্তর করে
D
DC কে DC তে রূপান্তর করে
কম্পিউটার পাওয়ার সিস্টেম
-
কম্পিউটারকে স্থিতিশীল ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে।
-
AC কে DC তে রূপান্তর করে কম্পিউটার ব্যবহারযোগ্য হয়।
UPS (Uninterruptible Power Source)
-
পাওয়ার সিস্টেমের উন্নত রূপ।
-
উপাদান: স্টোরেজ ব্যাটারি, rectifier, inverter ও control circuits।
-
বিদ্যুৎ লাইনে ভোল্টেজ ওঠানামা করলে ব্যাটারি থেকে AC বিদ্যুৎ সরবরাহ হয়।
ব্যাটারির ভূমিকা
-
ব্যাটারি হলো কম ভোল্টেজের DC উৎস।
-
DC কে AC তে রূপান্তর (Inversion) করে transformer দ্বারা ভোল্টেজ বৃদ্ধি করা হয়।
Inversion ও ট্রানজিস্টরের ব্যবহার
-
Inversion করা হয় high-power transistor দিয়ে।
-
ট্রানজিস্টর switch-এর মতো কাজ করে এবং ৫০/৬০ Hz ফ্রিকোয়েন্সিতে AC তৈরি করে।
সূত্র: ব্রিটানিকা
0
Updated: 1 month ago
OMR-এর পূর্ণরূপ কী?
Created: 2 months ago
A
Optical Mark Recorder
B
Optical Machine Reader
C
Optical Mark Recognition
D
Optical Memory Reader
OMR (Optical Mark Recognition)
সংজ্ঞা:
OMR হলো একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইস, যা স্পষ্টভাবে দাগাঙ্কিত মার্ক শনাক্ত করতে সক্ষম।
মূল বৈশিষ্ট্য:
-
OMR সিটে দেওয়া পেনসিল বা কলমের দাগ শনাক্ত করতে পারে।
-
OMR সিটের মার্ক স্ক্যান করে বৈদ্যুতিক পালস তৈরি করে।
-
এতে একটি আলোক উৎস থাকে যা মার্ক শনাক্ত করতে সাহায্য করে।
-
নৈর্বাচনিক প্রশ্নপত্র, জনসংখ্যা জরিপ এবং অনুরূপ কাজে ব্যবহৃত হয়।
-
অল্প সময়ে বিপুল পরিমাণ তথ্য স্ক্যান করা সম্ভব।
-
মার্ক স্পষ্ট না হলে সঠিক তথ্য পাওয়া যায় না।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
0
Updated: 2 months ago
স্ট্যাটিক র্যাম কী দ্বারা গঠিত?
Created: 2 months ago
A
ক্যাপাসিটর
B
ফ্লিপ-ফ্লপ
C
ট্রানজিস্টর
D
রেজিস্টার
স্ট্যাটিক র্যাম (Static RAM)
-
স্ট্যাটিক র্যাম হলো ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত মেমোরি, যা বাইনারি বিট ০ বা ১ ধারণ করে।
-
ডাটা মেমোরিতে থাকে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে।
-
বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে সংরক্ষিত ডাটা মুছে যায়।
-
স্ট্যাটিক র্যাম অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন, তাই এটি ভিডিও র্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদিতে ব্যবহৃত হয়।
ফ্লিপ-ফ্লপ
-
ফ্লিপ-ফ্লপ হলো লজিক গেইট দ্বারা তৈরি এক ধরনের ডিজিটাল বর্তনী।
-
এটি এক বিট তথ্য (০ বা ১) ধারণ করতে পারে।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপে এক বা একাধিক ইনপুটের বিপরীতে দুটি আউটপুট পাওয়া যায়।
-
ফ্লিপ-ফ্লপ কেবল সিঙ্গেল বিট নিয়ে কাজ করে; মাল্টিপল বিট একসাথে ধারণ করতে পারে না।
-
এজন্য ফ্লিপ-ফ্লপকে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর বলা হয়।
সম্পর্ক (SRAM ও ফ্লিপ-ফ্লপ)
-
SRAM মূলত ফ্লিপ-ফ্লপের সমষ্টি দিয়ে গঠিত।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট ডাটা ধারণ করে।
-
তাই যত বেশি ফ্লিপ-ফ্লপ ব্যবহার করা হয়, তত বেশি মেমোরি তৈরি হয়।
0
Updated: 2 months ago