গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন—
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
রামরাম বসু
C
রামনারায়ণ তর্করত্ন
D
রাজা রামমোহন রায়
উত্তরের বিবরণ
গৌড়ীয় ব্যাকরণ বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ। রচয়িতা রাজা রামমোহন রায়। তিনি ইংরেজিতে ১৮২৬ সালে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। পরবর্তীতে ১৮৩৩ খ্রিস্টাব্দে গৌড়ীয় ব্যাকরণ নামে প্রকাশিত হয়। এটি তাঁর সর্বশেষ গ্রন্থ।

0
Updated: 1 month ago
"সেমিকোলন" - এর ক্ষেত্রে কতটুকু সময় থামতে হয়?
Created: 1 week ago
A
'এক' বলতে যে সময় প্রয়োজন
B
এক সেকেন্ড
C
এক বলার দ্বিগুণ সময়
D
থামার প্রয়োজন নেই
সেমিকোলন (;)
-
বাংলা অর্থ: অর্ধচ্ছেদ
-
থামার সময়: এক বলার দ্বিগুণ সময়
বাক্যে যতিচিহ্ন অনুসারে থামার পরিমাণ:
-
কমা বা পাদচ্ছেদ (,) → ‘এক’ উচ্চারণে যত সময় লাগে, সেই পরিমাণ সময় থামতে হয়
-
সেমিকোলন বা অর্ধচ্ছেদ (;) → ‘এক’ বলার দ্বিগুণ সময় থামতে হয়
-
হাইফেন, ইলেক, লোপ চিহ্ন, ব্র্যাকেট (-, …, (), []) → থামার প্রয়োজন নেই
-
দাড়ি বা পূর্ণচ্ছেদ (।), প্রশ্নবোধক (?), বিস্ময় চিহ্ন (!), কোলন (:), কোলন-ড্যাস (:—), ড্যাস (—) → এক সেকেন্ড থামতে হয়
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 week ago
বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইনানুসারে লিখিত পত্রকে কী বলে?
Created: 1 week ago
A
চুক্তিপত্র
B
বায়নানামা
C
দলিলপত্র
D
বাণিজ্যকপত্র
বৈষয়িক বিষয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় আইন অনুসারে লিখিত পত্রকে বলে দলিলপত্র। যে কোন লিখিত বিবরণ আইনগত সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য তাকে দলিলপত্র বলে।
তবে রেজিস্ট্রেশন আইনের বিধান মোতাবেক জমি ক্রেতা এবং বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তিপত্র সম্পাদন ও রেজিস্ট্রি করেন তাকে সাধারণ ভাবে দলিলপত্র বলে।

0
Updated: 1 week ago
‘নবপৃথিবী’–এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Created: 2 weeks ago
A
নব ও পৃথিবী
B
নব পৃথিবী যার
C
নব যে পৃথিবী
D
নব পৃথিবীর ন্যায়
'নবপৃথিবী'- এর সঠিক ব্যাসবাক্য নব যে পৃথিবী। যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।

0
Updated: 2 weeks ago