ব্রজবুলিতে কোন কবি পদাবলি রচনা করেন?
A
জ্ঞানদাস
B
বিদ্যাপতি
C
গোবিন্দদাস
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা। মিথিলার কবি বিদ্যাপতি (আনু. ১৩৭৪-১৪৬০) এর উদ্ভাবক। তিনি মৈথিলী ভাষার সঙ্গে বাংলা ভাষার মিশ্রণে এই কৃত্রিম সাহিত্যিক ভাষা উদ্ভাবন করেন। এ ভাষায় তিনি রাধাকৃষ্ণের লীলাবিষয়ক বহু পদ রচনা করেন।
পদগুলিতে রাধাকৃষ্ণের ব্রজলীলা বর্ণিত হওয়ায় এর নাম হয়েছে ব্রজবুলি। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেছেন এ ভাষায়।
0
Updated: 3 months ago
বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?
Created: 1 month ago
A
সন্ধ্যাভাষা
B
অধিভাষা
C
ব্রজবুলি
D
সংস্কৃত ভাষা
বৈষ্ণব পদাবলি
বাংলা মধ্যযুগের সাহিত্যের সবচেয়ে উজ্জ্বল সৃষ্টি হলো বৈষ্ণব পদাবলি। এ কাব্যের প্রধান নায়ক ও নায়িকা হচ্ছেন শ্রীকৃষ্ণ ও রাধা। তাঁদের প্রেমকাহিনীকে কেন্দ্র করে বহু কবি পদ রচনা করেছেন।
এ ধারার উল্লেখযোগ্য কবিদের মধ্যে আছেন—
-
বিদ্যাপতি
-
চণ্ডীদাস
-
জ্ঞানদাস
-
গোবিন্দদাস
ভাষা ও বৈশিষ্ট্য
-
বৈষ্ণব পদাবলি মূলত রচিত হয়েছে ব্রজবুলি ভাষায়।
-
ব্রজবুলি হলো মৈথিলি ও বাংলার মিশ্রণে গঠিত এক ধরনের কৃত্রিম সাহিত্যিক ভাষা।
-
এটিকে বাংলা মধ্যযুগের দ্বিতীয় কাব্যভাষা বলা হয়।
-
ধারণা করা হয়, পঞ্চদশ শতাব্দীর শেষভাগে মিথিলার কবি বিদ্যাপতি প্রথম ব্রজবুলি ব্যবহার করেন।
অন্যদিকে, চর্যাপদের ভাষাকে গবেষকেরা অনেক সময় সন্ধ্যাভাষা বা সন্ধাভাষা নামে অভিহিত করেছেন।
উৎসঃ লাল নীল দীপাবলি – হুমায়ুন আজাদ
0
Updated: 1 month ago
'গীতগোবিন্দম্' - গ্রন্থটি মধ্যযুগের কোন ধারার সাহিত্য?
Created: 1 month ago
A
বৈষ্ণব পদাবলি
B
রোমান্টিক প্রণয়োপাখ্যান
C
মঙ্গলকাব্য
D
লোকসাহিত্য
বৈষ্ণব পদাবলি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি।
মুখ্য তথ্যসমূহ—
-
বাঙালি কবি জয়দেবকে বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা বা আদিকবি বলা হয়। তাঁর রচিত ‘গীতগোবিন্দম্’ কাব্য রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন, তবে এটি সংস্কৃত ভাষায় রচিত।
-
পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন এবং তাঁকে ব্রজবুলি ভাষায় আদি কবি বলা হয়; তিনি অভিনব জয়দেব নামেও পরিচিত।
-
বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলি রচনা করেন চণ্ডীদাস।
বৈষ্ণব পদাবলিতে পাঁচটি রস বিদ্যমান:
১. শান্তরস
২. দাস্যরস
৩. সখ্যরস
৪. বাৎসল্যরস
৫. মধুররস (শৃঙ্গার রস)
উৎস:
0
Updated: 1 month ago
বৈষ্ণব পদাবলিতে 'শৃঙ্গার রস'কে কী নামে ডাকা হয়?
Created: 1 month ago
A
শান্তরস
B
দাস্যরস
C
সখ্যরস
D
মধুররস
বৈষ্ণব পদাবলি হলো মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ সৃষ্টি, যা মূলত কৃষ্ণভক্তি ও রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে রচিত। এটি বাংলা সাহিত্যের বৈষ্ণব ধর্মীয় কাব্যধারার প্রধান নিদর্শন।
-
বাঙালি কবি জয়দেবকে বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা বলা হয়।
-
‘গীতগোবিন্দম্’ কাব্যটি রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত এবং এটি আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন, তবে এটি সংস্কৃত ভাষায় রচিত, বাংলা নয়।
-
পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন।
-
বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলি রচনা করেন চণ্ডীদাস।
-
বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণের প্রধান প্রেমিকা হিসেবে শ্রীরাধাকে নায়িকা বলা হয় এবং নায়িকার ৮টি অবস্থা বর্ণিত।
-
এই কাব্যে পাঁচটি রস ব্যবহৃত হয়েছে:
১. শান্তরস
২. দাস্যরস
৩. সখ্যরস
৪. বাৎসল্যরস
৫. মধুররস (যাকে শৃঙ্গার রসও বলা হয়)
0
Updated: 1 month ago