'শিষ্টাচার'-এর সমার্থক শব্দ কোনটি?
A
নিষ্ঠা
B
সদাচার
C
সততা
D
সংযম
উত্তরের বিবরণ
• শিষ্টাচার (বিশেষ্য পদ),
অর্থ:
- ভদ্র ব্যবহার;
- নম্র আচরণ।
• সদাচার (বিশেষ্য পদ),
অর্থ:
- সৎ ও মার্জিত আচরণ,
- শাস্ত্রবিহিত আচরণ।
সুতরাং শিষ্টাচার শব্দের সমার্থক শব্দ- সদাচার।
অন্যদিকে:
---------------------
• নিষ্ঠা (বিশেষ্য)
অর্থ:
- দৃঢ় অনুরাগ; আস্থা; বিশ্বাস; শ্রদ্ধা; ভক্তি; মনোযোগ।
• সততা (বিশেষ্য)
অর্থ:
- ন্যায়পরায়ণতা; সাধুতা।
• সংযম (বিশেষ্য)
অর্থ:
- সংযতকরণ; নিয়ন্ত্রণ,
- দমন; আয়ত্তে আনয়ন (ইন্দ্রিয় সংযম)।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।
0
Updated: 5 months ago
'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ-
Created: 2 months ago
A
উৎকর্ষতা
B
অপকর্ষ
C
উৎকর্ষ
D
অপকর্ষতা
‘প্রকর্ষ’ শব্দ বিশ্লেষণ
-
‘প্রকর্ষ’ একটি সংস্কৃতজাত বিশেষ্য শব্দ।
-
এর অর্থ হলো –
-
শ্রেষ্ঠত্ব
-
উৎকর্ষ
-
উন্নতি
-
শ্রীবৃদ্ধি
-
সমৃদ্ধি
-
সুতরাং, ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ হলো ‘উৎকর্ষ’।
অন্যদিকে,
-
‘উৎকর্ষ’ শব্দের বিপরীত শব্দ হলো – ‘অপকর্ষ’।
-
তবে ‘উৎকর্ষতা’ এবং ‘অপকর্ষতা’ শব্দদুটি প্রত্যয়ের ভুল প্রয়োগের কারণে অশুদ্ধ বলে গণ্য।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 2 months ago
'অতিথি' এর সমার্থক শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
অভ্যাগত
B
কুটুম
C
কুটুম্ব
D
উপরের সবগুলোই
‘অতিথি’ শব্দের প্রতিশব্দ হলো এমন সব শব্দ, যা কাউকে আগন্তুক বা আগমনকারী হিসেবে নির্দেশ করে। এরা সকলেই কোনো গৃহ, সমাজ বা স্থানে আগত ব্যক্তিকে বোঝায়।
‘অতিথি’-এর প্রতিশব্দসমূহ:
-
অভ্যাগত
-
মেহমান
-
নিমন্ত্রিত
-
আমন্ত্রিত
-
কুটুম
-
কুটুম্ব
-
আগন্তুক
এসব শব্দে অর্থের সূক্ষ্ম পার্থক্য থাকলেও মূলত এরা সকলেই আগত বা আমন্ত্রিত ব্যক্তিকে প্রকাশ করে।
0
Updated: 3 weeks ago
কোন শব্দটি ঘোড়ার সমার্থক?
Created: 2 months ago
A
তুরঙ্গ
B
ভূজঙ্গ
C
কুরঙ্গ
D
বিহঙ্গ
যেসকল শব্দ একই অর্থ প্রকাশ করে, তাদের সমার্থক বা একার্থক শব্দ বলে। রচনার মাধুর্য সৃষ্টির জন্য অনেক সময় একটা অর্থকেই বিভিন্ন বাক্যে বিভিন্ন শব্দ দ্বারা প্রকাশ করা প্রয়োজন হয়।
‘অশ্ব’ শব্দের সমার্থক শব্দ: ঘোড়া, ঘোটক, হয়, বাহ, বাজী, তুরঙ্গ, মতুরগ, সৈন্ধব, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, মরুদ্রথ, ঘোটকী, তুরঙ্গ, বামী, টাঙ্গন, বড়বা ইত্যাদি। গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ: ‘অর্ক’ শব্দের সমার্থক শব্দ- সূর্য, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি।
‘তিমির’ শব্দের সমার্থক শব্দ- অন্ধকার, আঁধার, তমসা ইত্যাদি। ‘অম্বর’ শব্দের সমার্থক শব্দ- আকাশ, গগন, নভঃ, ব্যোম ইত্যাদি। কুঞ্জর সমার্থক শব্দ- হস্তী- হাতি, গজ, নাগ, মাতঙ্গ, কুঞ্জর, বারণ, দন্তী, দ্বিপ, দ্বিরদ।
0
Updated: 2 months ago