উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
A
কোলন ড্যাশ
B
ড্যাশ
C
কোলন
D
সেমিকোলন
উত্তরের বিবরণ
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে, কোলন ড্যাশ (:-) উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন এবং ড্যাশ চিহ্ন একসঙ্গে ব্যবহৃত হয়।
1
Updated: 3 months ago
শব্দসংক্ষেপ, ক্রমনির্দেশ’ - কাজে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
বিন্দু
B
বিকল্পচিহ্ন
C
বন্ধনী
D
ত্রিবিন্দু
বিন্দু, ত্রিবিন্দু, বিকল্পচিহ্ন ও বন্ধনী বাংলা লেখায় বিশেষ চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। এ চিহ্নগুলোর ব্যবহার পাঠ্যকে সুসংগঠিত ও স্পষ্ট করে।
-
বিন্দু (.):
-
শব্দসংক্ষেপ, ক্রমনির্দেশ ইত্যাদিতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: ড. মুহম্মদ শহীদুল্লাহ্
-
উদাহরণ: ভাষার প্রধান উপাদান চারটি: ১. ধ্বনি, ২. শব্দ, ৩. বাক্য ও ৪. বাগার্থ।
-
-
ত্রিবিন্দু (...):
-
কোনো অংশ বাদ দিতে চাইলে বা ছেঁড়া বাক্য নির্দেশ করতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: তিনি রেগে গিয়ে বললেন, "তার মানে তুমি একটা ...।"
-
উদাহরণ: আমাদের ঐক্য বাইরের।... এ ঐক্য জড় অকর্মক, সজীব সকর্মক নয়।
-
-
বিকল্পচিহ্ন (/):
-
একটির বদলে অন্যটির সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: শুদ্ধ/অশুদ্ধ চিহ্নিত করো।
-
-
বন্ধনী (), {}, []:
-
অতিরিক্ত তথ্য উপস্থাপন বা কালনির্দেশের জন্য ব্যবহৃত হয়।
-
বন্ধনীর প্রকার:
-
প্রথম বন্ধনী: ()
-
দ্বিতীয় বন্ধনী: {}
-
তৃতীয় বন্ধনী: []
-
-
উদাহরণ: তিনি বাংলা ভাষার বিবর্তন (চর্যাপদের সময় থেকে পরবর্তী) নিয়ে আলোচনা করবেন।
-
উদাহরণ: কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) 'বিদ্রোহী কবি' হিসেবে পরিচিত।
-
-
এই চিহ্নগুলো পাঠ্যকে স্পষ্টতা, সংক্ষিপ্ততা ও গঠনমূলকতা প্রদান করে।
-
লেখকের অভিপ্রায় ও তথ্যের প্রাধান্য বা যোগ্যতা নির্ধারণেও চিহ্নগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
0
Updated: 1 month ago
বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয়?
Created: 1 month ago
A
১ বলার যে সময় লাগে
B
এক সেকেন্ডে
C
১ বলার দ্বিগুণ সময়
D
থামার প্রয়োজন নাই
বাংলা ব্যাকরণে সেমিকোলন (;) ব্যবহার করা হয় পূর্ণচ্ছেদের (।) চেয়ে ছোট এবং কমার (,) চেয়ে বড় বিরতি বোঝাতে।
-
কমা (,) এ থামা হয় ছোট সময়ের জন্য, প্রায় ১ বলার সময়।
-
সেমিকোলন (;) এ থামা হয় কমার তুলনায় দ্বিগুণ সময়, অর্থাৎ ১ বলার দ্বিগুণ সময়।
-
পূর্ণচ্ছেদ (।) এ থামা হয় আরও বেশি সময়, প্রায় এক সেকেন্ড।
তাই, সেমিকোলনে থামতে হয় কমার থেকে একটু বেশি, কিন্তু পূর্ণচ্ছেদের থেকে কম সময়।
0
Updated: 1 month ago
ডিগ্রী পদবি লেখার সময় কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
Created: 2 months ago
A
কোলন
B
কমা
C
সেমিকোলন
D
ত্রিবিন্দু
কমা (,) এর ব্যবহার
-
বাক্য বিভাজন:
-
বাক্যকে কয়েকটি ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাঝে কমা বসে।
-
উদাহরণ: সুখ চাও, সুখ পাবে বই পড়ে।
-
-
একাধিক বিশেষ্য/বিশেষণ:
-
পরস্পর সম্পর্কিত একাধিক পদ একসঙ্গে ব্যবহৃত হলে শেষ পদটি ছাড়া প্রতিটির পরে কমা বসে।
-
উদাহরণ: ১৬ ডিসেম্বর আমাদের মন সুখ, স্বাচ্ছন্দ্য, ভালবাসা, আনন্দে ভরে থাকে।
-
-
সম্বোধন:
-
সম্বোধনের পরে কমা বসে।
-
উদাহরণ: রশিদ, এদিকে এসো।
-
-
জটিল বাক্য:
-
প্রত্যেক খণ্ডবাক্যের পরে কমা বসে।
-
উদাহরণ: যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে।
-
-
উদ্ধৃতি:
-
উদ্ধৃতির আগে খণ্ডবাক্যের শেষে কমা বসে।
-
উদাহরণ: আহমদ ছফা বলেন, 'মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।'
তুমি বললে, 'আমি কালকে আবার আসবো।'
-
-
তারিখ:
-
মাসের তারিখ লেখার সময় বার ও মাসের পর কমা বসে।
-
উদাহরণ: ২৫ বৈশাখ, ১৪১৮, বুধবার।
-
-
ঠিকানা:
-
বাড়ির নাম্বার বা রাস্তার নামের পর কমা বসে।
-
উদাহরণ: ৬৮, নবাবপুর রোড, ঢাকা-১০০০।
-
-
ডিগ্রী/পদবি:
-
ডিগ্রী বা পদবি লেখার সময় কমা ব্যবহৃত হয়।
-
উদাহরণ: ডক্টর মুহম্মদ এনামুল হক, এম, এ, পি-এইচ, ডি।
-
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯-২০২১ সংস্করণ)
0
Updated: 2 months ago