কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়?
A
মাউস
B
কীবোর্ড
C
প্রিন্টার
D
স্ক্যানার
উত্তরের বিবরণ
কম্পিউটারে বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহৃত হয় তথ্য প্রবেশ, প্রক্রিয়াকরণ এবং প্রদর্শনের জন্য। এদের মধ্যে ইনপুট ডিভাইসগুলো ব্যবহৃত হয় তথ্য কম্পিউটারে পাঠানোর কাজে। কিন্তু কিছু ডিভাইস আছে যা ইনপুট নয়, বরং আউটপুট হিসেবে কাজ করে। নিচে সেই ভিত্তিতে প্রিন্টার ইনপুট ডিভাইস নয় কেন, তা ব্যাখ্যা করা হলো।
প্রিন্টার মূলত এমন একটি আউটপুট ডিভাইস, যা কম্পিউটারের ভেতরের তথ্যকে কাগজে বা অন্য মাধ্যমের ওপর ছাপিয়ে দেয়। এটি কম্পিউটার থেকে ডেটা গ্রহণ করে এবং সেই তথ্যকে দৃশ্যমান রূপে প্রকাশ করে। অন্যদিকে ইনপুট ডিভাইসগুলো তথ্য কম্পিউটারে পাঠানোর কাজ করে।
তথ্যগুলো নিচে তুলে ধরা হলো—
- 
মাউস: এটি একটি ইনপুট ডিভাইস। ব্যবহারকারী মাউসের সাহায্যে কার্সর নিয়ন্ত্রণ, ক্লিক বা ড্র্যাগ করার মাধ্যমে কম্পিউটারে নির্দেশ পাঠায়। 
- 
কীবোর্ড: এটি অন্যতম প্রধান ইনপুট ডিভাইস। কীবোর্ডের মাধ্যমে ব্যবহারকারী টেক্সট, সংখ্যা বা বিভিন্ন কমান্ড টাইপ করে কম্পিউটারে ইনপুট দেয়। 
- 
স্ক্যানার: স্ক্যানারও ইনপুট ডিভাইস। এটি কোনো ডকুমেন্ট বা ছবি স্ক্যান করে ডিজিটাল ফরম্যাটে কম্পিউটারে পাঠায়। 
- 
প্রিন্টার: এটি ইনপুট নয়, বরং আউটপুট ডিভাইস। কম্পিউটার থেকে প্রিন্টার ডেটা নিয়ে সেটিকে কাগজে মুদ্রণ করে। অর্থাৎ এটি কম্পিউটার থেকে তথ্য নেয়, দেয় না। 
সুতরাং বোঝা যায়, মাউস, কীবোর্ড ও স্ক্যানার তথ্য কম্পিউটারে পাঠানোর কাজ করে, যা ইনপুট ডিভাইসের মূল বৈশিষ্ট্য। কিন্তু প্রিন্টার তথ্য কম্পিউটার থেকে গ্রহণ করে মুদ্রণ করে, তাই এটি আউটপুট ডিভাইস হিসেবে শ্রেণিভুক্ত।
অতএব, “প্রিন্টার” ইনপুট ডিভাইস নয় — এই উত্তরটি সঠিক।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 week ago
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কী বলা হয়?
Created: 1 week ago
A
ইন্টারকম
B
ইন্টারনেট
C
ই-মেইল
D
ইন্টারস্পিড
এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে ইন্টারনেট বলা হয়। ইন্টারনেট বিশ্বব্যাপী সংযুক্ত নেটওয়ার্ক, যার মাধ্যমে তথ্য, ডাটা, নথি ইত্যাদি খুব সহজেই আদান-প্রদান করা যায়। বর্তমানে ইন্টারনেট তথ্য প্রযুক্তির প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 week ago
প্রথম ল্যাপটপ কম্পিউটার কোন কোম্পানি তৈরী করে?
Created: 1 month ago
A
কমপ্যাক
B
আইবিএম
C
অ্যাপল
D
অসবর্ণ
ল্যাপটপ কম্পিউটার
- 
সংজ্ঞা: ওজনে হালকা, ছোট আকারের, সহজে বহনযোগ্য কম্পিউটার। 
- 
বিদ্যুৎ সরবরাহ: এসি বিদ্যুতের পাশাপাশি ব্যাটারিতে চলার উপযোগী। 
- 
ইনপুট ডিভাইস: মাউসের পরিবর্তে টাচ-প্যাড ব্যবহার করা হয়। 
ইতিহাস:
- 
প্রথম ল্যাপটপ কম্পিউটার তৈরি করে Osborne Computer কোম্পানি ১৯৮১ সালে, যার নাম ছিল Osborne-1। 
- 
একই বছরে Epson কোম্পানি তৈরি করে Epson HX-20 মডেল, যা বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে উপলব্ধ ল্যাপটপ কম্পিউটার। 
উৎস:
i) Britannica
ii) Computer Hope
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
নিচের কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ দেয়?
Created: 1 week ago
A
সিপিইউ
B
কী-বোর্ড
C
প্রিন্টার
D
মনিটর
কী-বোর্ড হলো ইনপুট ডিভাইস, যার মাধ্যমে ব্যবহারকারী কম্পিউটারে কমান্ড বা নির্দেশ পাঠায়। এটি টেক্সট টাইপ করা, শর্টকাট ব্যবহার এবং প্রোগ্রাম নিয়ন্ত্রণের কাজেও ব্যবহৃত হয়।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 week ago