গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন—
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
রামরাম বসু
C
রামনারায়ণ তর্করত্ন
D
রাজা রামমোহন রায়
উত্তরের বিবরণ
গৌড়ীয় ব্যাকরণ বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ। রচয়িতা রাজা রামমোহন রায়। তিনি ইংরেজিতে ১৮২৬ সালে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। পরবর্তীতে ১৮৩৩ খ্রিস্টাব্দে গৌড়ীয় ব্যাকরণ নামে প্রকাশিত হয়। এটি তাঁর সর্বশেষ গ্রন্থ।
0
Updated: 3 months ago
ভাবের সুসংগত প্রসারণের নাম কী?
Created: 1 month ago
A
ভাব-সম্প্রসারণ
B
ভাবার্থ
C
মর্মার্থ
D
সারভাব
প্রতিটি ভাষায়ই এমন কিছু বাক্য রয়েছে যেগুলোতে লুকিয়ে আছে গভীর ভাব। কবি, সাহিত্যিক, মনীষীদের রচনা কিংবা হাজার বছর ধরে প্রচলিত প্রবাদ প্রবচনে নিহিত থাকে জীবনসত্য। এ ধরনের গভীর ভাব বিশ্লেষণ করে তা সহজভাবে বুঝিয়ে দেওয়াকে বলে ভাবসম্প্রসারণ।
0
Updated: 1 month ago
'পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ?
Created: 3 months ago
A
হিন্দি
B
উর্দু
C
পর্তুগিজ
D
গ্রিক
• পর্তুগিজ শব্দ- পেয়ারা।
• পর্তুগিজ ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
আনারস, আতা, র্গীজা, পেঁপে, সাবান, চাবি, সালোয়ার, বালতি, গুদাম, পাউরুটি , পাদ্রি, বালতি, কামরা, বোতল জানালা, বোতাম, গামলা , সাবান, তোয়ালে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 3 months ago
‘আনারস’ কোন ভাষার শব্দ?
Created: 4 weeks ago
A
ওলন্দাজ
B
গুজরাটি
C
পর্তুগিজ
D
জাপানি
পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ – আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রী ইত্যাদি।
0
Updated: 4 weeks ago