প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ –
A
মূর্খদের ভাষা
B
পণ্ডিতদের ভাষা
C
জনগণের ভাষা
D
লেখকদের ভাষা
উত্তরের বিবরণ
প্রাকৃত মধ্যভারতীয় আর্যভাষা। প্রাচীন ভারতীয় আর্যভাষা বৈদিক বা সংস্কৃত থেকে এর উৎপত্তি বলে মনে করা হয়। সংস্কৃত ভাষার যে রূপটি ছিল সাধারণ মানুষের মুখের ভাষা, তা এক সময় শিথিল ও সরল হয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক রূপ ধারণ করে।
কালক্রমে এগুলিকেই বলা হয় প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষার নামকরণ প্রসঙ্গে কেউ কেউ বলেন যে, এর প্রকৃতি বা মূল হচ্ছে ‘সংস্কৃত’, তাই প্রকৃতি থেকে উদ্ভূত বলে এর নাম হয়েছে প্রাকৃত। আবার কেউ কেউ বলেন, ‘প্রকৃতি’ অর্থ সাধারণ জনগণ এবং তাদের ব্যবহূত ভাষাই প্রাকৃত ভাষা, অর্থাৎ প্রাকৃত জনের ভাষা প্রাকৃত ভাষা।
0
Updated: 3 months ago
'উনপাঁজুরে' বাগ্ধারার অর্থ কী?
Created: 1 month ago
A
হতবুদ্ধি
B
অমিতব্যয়ী
C
ব্যক্তিত্বহীন
D
সামান্য ব্যক্তি
বাংলা বাগ্ধারা সংক্ষিপ্তভাবে মানুষের স্বভাব, দুর্বলতা বা বিশেষ পরিস্থিতি প্রকাশ করে। নিচে কয়েকটি বাগ্ধারার অর্থ দেওয়া হলো—
-
উনপাঁজুরে অর্থ দুর্বল ও ব্যক্তিত্বহীন।
-
আক্কেল গুড়ুম অর্থ হতবুদ্ধি হয়ে যাওয়া।
-
উড়নচণ্ডী অর্থ অমিতব্যয়ী বা অস্থিরচরিত্র।
-
চুনোপুটি অর্থ সামান্য বা তুচ্ছ ব্যক্তি।
উৎস:
0
Updated: 1 month ago
কোনটি অপপ্রয়োগ?
Created: 3 weeks ago
A
আরক্ত
B
সুস্বাগত
C
যদ্যপি
D
বিবিধ
সমার্থ শব্দের বাহুল্যজনিত অপপ্রয়োগ: বিস্তারিত বিশ্লেষণ
সুস্বাগত:
-
অর্থ: স্বাগত, অভ্যর্থনা।
-
সমস্যা: এখানে ‘সু’ যোগ করা অনাবশ্যক। মূল শব্দ স্বাগত যথেষ্ট অর্থবোধক। অতিরিক্ত ‘সু’ ব্যবহারে শব্দের গঠন ও শুদ্ধতা নষ্ট হয়।
-
উদাহরণ (অশুদ্ধ): অতিথিকে সুস্বাগত জানাই।
-
উদাহরণ (শুদ্ধ): অতিথিকে স্বাগত জানাই।
শুদ্ধ ব্যবহারবিধি:
-
বিবিধ — বিভিন্ন ধরনের বা বিভিন্ন বিষয় নির্দেশ করতে ব্যবহৃত হয়।
-
যদ্যপি — ‘যদিও’ বা ‘যদ্যপিও’ এর সমার্থক; কোনো বিষয় ঘটলেও বা সত্য হলেও।
-
আরক্ত — রক্তহীন, রক্তবিহীন; সাধারণভাবে রক্তহীনতা বা নীরবতা বোঝাতে।
সম্পর্ক:
-
সমার্থ শব্দের বাহুল্য বা অপ্রয়োজনীয় সংযোজন শব্দের শুদ্ধ ব্যবহারকে বিকৃত করে।
-
‘সুস্বাগত’ উদাহরণে এটি স্পষ্টভাবে দেখা যায়।
0
Updated: 3 weeks ago
'বোতল' কোন ভাষা থেকে আগত শব্দ?
Created: 1 month ago
A
পর্তুগিজ
B
তুর্কি
C
ফারসি
D
ইংরেজি
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• বোতল পর্তুগিজ ভাষার শব্দ।
কিছু পর্তুগিজ শব্দ:
ইংরেজ, পাউরুটি, আনারস , আচার, আলকাতরা, আলপিন, চাবি, আলমারি, বেহালা , বালতি, পেয়ারা , ইস্পাত, নিলাম, গরাদ, গামলা, পেরেক, মিস্ত্রি, যিশু, কেদারা, কামরা।
উৎস:
0
Updated: 1 month ago