‘ইউসুফ জোলেখা’ কী জাতীয় রচনা?
A
নাটক
B
উপন্যাস
C
রোমান্টিক প্রণয় কাব্য
D
রম্যরচনা
উত্তরের বিবরণ
ইউসুফ - জোলেখা মধ্যযুগের পুঁথি লেখকদের রচিত বাংলা সাহিত্যের একটি প্রণয় - কাব্য। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর, গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৯৩ - ১৪০৯ খ্রিষ্টাব্দ) ইউসুফ - জোলেখা কাব্য রচনা করেন। শাহ মুহম্মদ সগীর ছাড়াও মধ্যযুগের আরো অনেক কবি ইউসুফ - জোলেখা নাম দিয়ে কাব্য রচনা করেন। তার মধ্যে আবদুল হাকিম, শাহ গরিবুল্লাহ, গোলাম সফাতুল্লাহ, সাদেক আলী এবং ফকির মোহাম্মদ উল্লেখযোগ্য।

0
Updated: 1 month ago
কোনটি বন্দে আলী মিয়া রচিত কাব্যগ্রন্থ?
Created: 4 weeks ago
A
অরণ্য গোধূলি
B
রূপকথা
C
ময়নামতির চর
D
বসন্ত জাগ্রত দ্বারে
বন্দে আলী মিয়া
-
তিনি একজন সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর ছিলেন।
-
জন্ম: ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর, পাবনা জেলার রাধানগর গ্রামে।
-
পাবনার মজুমদার একাডেমি থেকে এন্ট্রান্স (১৯২৩) পাশ করে কলকাতার ইন্ডিয়ান আর্ট একাডেমিতে চিত্রবিদ্যায় (১৯২৭) শিক্ষালাভ করেন।
তাঁর রচিত কাব্যগ্রন্থ
-
ময়নামতির চর
-
অনুরাগ
-
পদ্মানদীর চর
-
মধুমতীর চর
-
ধরিত্রী
তাঁর রচিত উপন্যাস
-
বসন্ত জাগ্রত দ্বারে
-
শেষ লগ্ন
-
অরণ্য গোধূলি
-
নীড়ভ্রষ্ট
তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ
-
চোর জামাই
-
মৃগপরী
-
ডাইনী বউ
-
রূপকথা
-
কুঁচবরণ কন্যা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago
হিন্দী 'পদুমাবৎ' -এর অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা-
Created: 3 months ago
A
দৌলত উজীর বাহরাম খান
B
সৈয়দ সুলতান
C
আব্দুল করিম সাহিত্য বিশারদ
D
আলাওল
পদ্মাবতী আলাওল রচিত একটি প্রখ্যাত প্রণয়কাব্য, যা মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচিত। এটি হিন্দি ভাষার খ্যাতিমান কবি মালিক মুহাম্মদ জায়সির ‘পদুমাবৎ’ কাব্যের বাংলা অনুবাদ।
এই কাব্যটি ১৬৫১ খ্রিষ্টাব্দে রচিত হয় আরাকান রাজ্যের রাজা সাদ থদোমিন্তারের রাজত্বকালে। রাজ্যের মন্ত্রী মাগন ঠাকুরের আদেশে আলাওল এটি অনুবাদ করেন।
‘পদ্মাবতী’ কাব্য দুই পর্বে বিভক্ত:
-
প্রথম পর্বে চিতোরের রাজা রত্নসেন কীভাবে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করেন, তা বর্ণিত হয়েছে।
-
দ্বিতীয় পর্বে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি কীভাবে ব্যর্থভাবে পদ্মাবতীকে দখল করার চেষ্টা করেন, তার বর্ণনা রয়েছে।
উল্লেখ্য, একই নামের নাটক ‘পদ্মাবতী’ মাইকেল মধুসূদন দত্ত-ও রচনা করেছিলেন, তবে সেটি আলাওলের কাব্যের সঙ্গে সম্পর্কিত নয়।
আলাওল ছিলেন মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। তাঁর রচনায় ধর্মীয়, ঐতিহাসিক ও প্রণয়কাহিনির অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায়।
বিখ্যাত রচনাসমূহ:
-
পদ্মাবতী
-
তোহফা
-
সপ্তপয়কার
-
সিকান্দারনামা
-
সয়ফুল্মুলুক বদিউজ্জামাল
-
সতীময়না
-
রাগতালনামা
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 3 months ago
আলাওলের 'তোহফা' কোন ধরনের কাব্য?
Created: 1 month ago
A
আত্মজীবনী
B
প্রণয়কাব্য
C
নীতিকাব্য
D
জঙ্গনামা
তোহফা কাব্য
-
‘তোহফা’ কবি আলাওলের পঞ্চম কাব্য। এটি মূলত বিখ্যাত সুফী সাধক শেখ ইউসুফ গদা দেহলভীর ফারসি গ্রন্থ ‘তোহফাতুন নেসায়েহ্’-এর বাংলা অনুবাদ।
-
আলাওল এই কাব্য ১৬৬৪ সালে রচনা সম্পন্ন করেন। সেই সময় নিজের অবস্থার কথা জানিয়ে বলেন, তিনি ছিলেন দুর্ভাগ্যপীড়িত ও বৃদ্ধ।
-
কাব্যটি ধর্মীয় জ্ঞান ও নৈতিক উপদেশে পরিপূর্ণ। এটি আরাকানের শ্রীমন্ত সোলেমানের আদেশে রচিত হয়েছিল।
-
যদিও এটি কাব্যরূপে লেখা, মূলত এতে ধর্মীয় নীতিকথাই প্রকাশ পেয়েছে।
-
এই কাব্য ৪৫টি অধ্যায়ে বিভক্ত। এতে মুসলমানদের ধর্মীয় আচার-আচরণ, করণীয় ও সামাজিক জীবনযাত্রা বিষয়ে আলোচনা রয়েছে।
-
তৌহিদ, ঈমান, জ্ঞান, শরিয়ত, এবাদত, বিবাহ প্রভৃতি বিষয় পয়ার ছন্দে উপস্থাপন করে কবি আলাওল এটিকে মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ হিসেবে মর্যাদা দেন।
কবি আলাওল
-
আলাওল ছিলেন ১৭শ শতকের একজন বিখ্যাত মুসলিম কবি এবং আরাকান রাজসভার প্রধান কবি।
-
তিনি প্রথম জীবনে আরাকান রাজা উমাদারের দেহরক্ষী অশ্বারোহী হিসেবে কাজ করতেন।
-
তাঁর প্রথম ও শ্রেষ্ঠ কাব্য ‘পদ্মাবতী’, যা তিনি মাগন ঠাকুরের উৎসাহে লেখেন। এটি মালিক মুহম্মদ জায়সির হিন্দি কাব্য ‘পদুমাবৎ’-এর অনুবাদ।
আলাওলের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
-
পদ্মাবতী
-
সিকান্দার নামা
-
তোহফা
-
সপ্তপয়কর
-
সয়ফুলমুলুক বদিউজ্জামাল
-
রাগতালনামা
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস – ড. মাহবুবুল আলম

0
Updated: 1 month ago