‘ইউসুফ জোলেখা’ কী জাতীয় রচনা?
A
নাটক
B
উপন্যাস
C
রোমান্টিক প্রণয় কাব্য
D
রম্যরচনা
উত্তরের বিবরণ
ইউসুফ - জোলেখা মধ্যযুগের পুঁথি লেখকদের রচিত বাংলা সাহিত্যের একটি প্রণয় - কাব্য। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর, গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৯৩ - ১৪০৯ খ্রিষ্টাব্দ) ইউসুফ - জোলেখা কাব্য রচনা করেন। শাহ মুহম্মদ সগীর ছাড়াও মধ্যযুগের আরো অনেক কবি ইউসুফ - জোলেখা নাম দিয়ে কাব্য রচনা করেন। তার মধ্যে আবদুল হাকিম, শাহ গরিবুল্লাহ, গোলাম সফাতুল্লাহ, সাদেক আলী এবং ফকির মোহাম্মদ উল্লেখযোগ্য।
0
Updated: 3 months ago
১৫) ধর্মমঙ্গল কাব্যে কোন কাহিনির কথা উল্লেখ আছে?
Created: 2 months ago
A
রামায়ণ কাহিনি
B
কৃষ্ণলীলার কথা
C
লাউসেনের কাহিনি
D
সীতার বনবাস কাহিনি
ধর্মমঙ্গল কাব্য
রচয়িতা ও শ্রেষ্ঠ কবি
-
আদি কবি: ময়ূর ভট্ট (কাব্যের নিদর্শন পাওয়া যায়নি)
-
শ্রেষ্ঠ কবি: ঘনরাম চক্রবর্তী
-
উল্লেখযোগ্য কবি: রূপরাম, সীতারাম দাস
কাব্যের বিভাজন ও বিষয়বস্তু
ধর্মমঙ্গল কাব্য মূলত দুটি পালায় বিভক্ত:
১. রাজা হরিশ্চন্দ্রের কাহিনি
২. লাউসেনের সংগ্রামী জীবন
অন্যান্য কবি
-
আদি রূপরাম
-
খেলারাম চক্রবর্তী
-
মানিকরাম
-
রূপরাম চক্রবর্তী প্রমুখ
উৎস
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক
-
বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
“সততা হে নদ তুমি পড় মোর মনে” পঙক্তিটির রচিতা কে?
Created: 2 months ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মাইকেল মধুসূদন দত্ত
C
কাজী নজরুল ইসলাম
D
অমিয় চক্রবর্তী
কবিতা: কপোতাক্ষ নদ
-
রচয়িতা: মাইকেল মধুসূদন দত্ত
-
অন্তর্গত: চতুর্দশপদী কবিতাবলী
-
ধরণ: সনেট
-
উল্লেখযোগ্য পঙক্তি: "সততা হে নদ তুমি পড় মোর মনে"
মাইকেল মধুসূদন দত্ত
-
মহাকবি, নাট্যকার
-
জন্ম: ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, সাগরদাঁড়ি, কপোতাক্ষ নদ, যশোর
-
বাংলা ভাষায় সনেটের ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
রচিত কাব্য:
তিলোত্তমাসম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী
0
Updated: 2 months ago
’গোরক্ষবিজয়’ কাব্যগ্রন্থের লেখক কে?
Created: 2 months ago
A
সৈয়দ হামজা
B
গোঁজলা গুই
C
আলাওল
D
শেখ ফয়জুল্লাহ
শেখ ফয়জুল্লাহ
-
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি (১৬শ শতক)
-
জন্মস্থান: বিভিন্ন মতানুসারে পশ্চিমবঙ্গের বারাসত, দক্ষিণ রাঢ় বা কুমিল্লা
-
প্রধান কাব্যগ্রন্থ:
-
সত্যপীরবিজয়
-
গোরক্ষবিজয়
-
গাজীবিজয়
-
-
অন্যান্য রচনা: জয়নবের চৌতিশা, সুলতান জমজমা, রাগমালা, পদাবলী
0
Updated: 2 months ago