বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে?
A
২৬ মার্চ ১৯৭১
B
১৬ ডিসেম্বর ১৯৭১
C
১৭ সেপ্টেম্বর ১৯৭৪
D
২১ ফেব্রুয়ারি ১৯৭৫
উত্তরের বিবরণ
বাংলাদেশ স্বাধীনতার পর আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে জাতিসংঘের সদস্যপদ অর্জনের প্রচেষ্টা শুরু করে। দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার পর অবশেষে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। এর মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক স্বীকৃতির এক ঐতিহাসিক ধাপ অতিক্রম করে এবং বৈশ্বিক পরিমণ্ডলে নিজস্ব অবস্থান প্রতিষ্ঠা করে। তথ্যগুলো নিম্নরূপ—
-
জাতিসংঘে যোগদানের বছর ও অধিবেশন: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বাংলাদেশকে সদস্য হিসেবে গৃহীত হয়।
-
বাংলাদেশের সদস্য নম্বর: জাতিসংঘে বাংলাদেশ বর্ণানুক্রম অনুসারে ১৩৬তম সদস্য দেশ হিসেবে স্বীকৃতি পায়।
-
একই দিনে সদস্যপদ পাওয়া দেশ: এই অধিবেশনে আরও দুটি দেশ—গ্রানাডা ও গিনি-বিসাউ—বাংলাদেশের সঙ্গে সদস্যপদ লাভ করে।
-
সদস্য সংখ্যা বৃদ্ধি: এর আগে জাতিসংঘে ১৩৫টি দেশ ছিল। তিনটি নতুন দেশ যুক্ত হওয়ায় মোট সদস্য সংখ্যা দাঁড়ায় ১৩৮টি।
-
বাংলাদেশের নাম বর্ণানুক্রমে আগে: ‘Bangladesh’ শব্দটি ইংরেজি বর্ণমালার ‘B’ দিয়ে শুরু হওয়ায় বাংলাদেশের নাম গ্রানাডা ও গিনি-বিসাউয়ের আগে তালিকাভুক্ত হয়।
-
স্বীকৃতির তাৎপর্য: জাতিসংঘের সদস্যপদ অর্জন বাংলাদেশের জন্য আন্তর্জাতিক স্বীকৃতির চূড়ান্ত ধাপ ছিল। এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিশ্বদরবারে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে।
-
কূটনৈতিক প্রেক্ষাপট: পাকিস্তান ১৯৭১ সালের পর দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদে ভেটো দেয়। কিন্তু চীন ও অন্যান্য রাষ্ট্রের অবস্থান নরম হওয়া এবং বিশ্বের বিভিন্ন দেশের সমর্থন পাওয়ার পর বাংলাদেশ শেষ পর্যন্ত সদস্যপদ লাভে সফল হয়।
-
বাংলাদেশের প্রতিনিধি: সদস্যপদ অর্জনের পর তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন ও রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন।
-
পরবর্তী অবদান: সদস্যপদ লাভের পর বাংলাদেশ শান্তিরক্ষা মিশন, মানবাধিকার ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখছে।
জাতিসংঘে সদস্যপদ অর্জন শুধু রাজনৈতিক সাফল্য নয়, বরং এটি বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা ও কূটনৈতিক অর্জনের একটি ঐতিহাসিক অধ্যায়। এই দিনটি বাংলাদেশের বৈশ্বিক পরিচয়ের সূচনাদিন হিসেবে স্মরণীয় হয়ে আছে।
0
Updated: 1 week ago
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
Created: 1 month ago
A
দ্যাগ হ্যামারশোল্ড
B
পল-হেনরি স্পাক
C
ট্রিগভেলী
D
লেস্টার বি. পিয়ারসন
জাতিসংঘ সাধারণ পরিষদ (UN General Assembly)
-
প্রকৃতি: জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা
-
সদস্য সংখ্যা: ১৯৩টি দেশ
-
আইনগত ভিত্তি: জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (ধারা ৯–২২)
-
অধিবেশন: বার্ষিক সাধারণ অধিবেশন, সাধারণত সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়
-
প্রথম অধিবেশন:
-
তারিখ: ১০ জানুয়ারি, ১৯৪৬
-
স্থান: লন্ডন
-
প্রতিনিধি: ৫১টি দেশ
-
সভাপতি: বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী পল-হেনরি স্পাক
-
0
Updated: 1 month ago
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতিত্ব করবেন -
Created: 1 month ago
A
ফিলেমন ইয়াং
B
আনালেনা বায়েরবক
C
ভোলকান বোজকার
D
মেরি রবিনসন
জাতিসংঘের সাধারণ পরিষদ হলো জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা।
-
সদস্য সংখ্যা: ১৯৩টি
-
বাৎসরিক অধিবেশন: সাধারণ অধিবেশন
-
সাধারণত সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত হয়
-
প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি পাঠাতে পারে, যার মধ্যে সাধারণত প্রধান প্রতিনিধি (রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রদূত) এবং সহকারী প্রতিনিধি থাকে
-
প্রয়োজন অনুযায়ী আরও প্রতিনিধির অনুমতি পাওয়া যেতে পারে, তবে ৫ জনের বেশি নয়
-
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি:
-
৮০তম অধিবেশন (২০২৫): আনালেনা বায়েরবোক (Annalena Baerbock), জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী
-
দায়িত্ব গ্রহণের তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৫
-
-
৭৯তম অধিবেশন: ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং
0
Updated: 1 month ago
বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে ভাষণ প্রদান করেন কবে? (আগস্ট, ২০২৫)
Created: 2 months ago
A
২৬ সেপ্টেম্বর, ২০২৪
B
২৭ সেপ্টেম্বর, ২০২৪
C
২৮ সেপ্টেম্বর, ২০২৪
D
২৯ সেপ্টেম্বর, ২০২৪
জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি
-
বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৭৯তম জাতিসংঘ অধিবেশনে ভাষণ প্রদান করেন।
-
২৭ সেপ্টেম্বর ২০২৪, নিউ ইয়র্কের স্থানীয় সময়, জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে ভাষণ প্রদান করেন।
-
তিনি বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নেন।
-
সফরে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকও করেন।
0
Updated: 2 months ago