কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?
A
শুভেচ্ছা
B
সংবাদ
C
প্রত্যেক
D
অতীত
উত্তরের বিবরণ
স্বরে আর ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও স্বরে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জনসন্ধি মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত সমীভবন এর নিয়মে হয়ে থাকে। যেমন: সংগীত/সঙ্গীত = সম্ + গীত।
0
Updated: 3 months ago
কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি?
Created: 2 months ago
A
আস্পদ
B
স্বাধীন
C
সপ্তর্ষি
D
প্রচ্ছদ
0
Updated: 2 months ago
মানী' লোকের বেলায় বহুবচনে কী লগ্নক ব্যবহৃত হয়?
Created: 3 weeks ago
A
গণ
B
রা
C
সব
D
গুলি
মানী বা সম্মানসূচক পক্ষের বহুবচন প্রকাশের জন্য বিভিন্ন লগ্নক ব্যবহার করা হয়।
-
গণ: সদস্যগণ, সচিবগণ।
-
বৃন্দ: দর্শকবৃন্দ, শিক্ষকবৃন্দ।
-
মণ্ডলী: সুধীমণ্ডলী, সম্পাদকমণ্ডলী।
-
বর্গ: পণ্ডিতবর্গ, মন্ত্রীবর্গ।
0
Updated: 3 weeks ago
নিচের কোনটি ব্যঞ্জনসন্ধি সাধিত শব্দ?
Created: 1 month ago
A
পুরস্কার
B
পিত্রালয়
C
উল্লাস
D
শয়ন
• ব্যঞ্জন সন্ধি:
- স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
• (ব্যঞ্জন + ব্যঞ্জন) নিয়মে গঠিত ব্যঞ্জন সন্ধি।
- ব্যঞ্জনসন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে যায়।
যেমন
- চলৎ + চিত্র = চলচ্চিত্র;
- বিপদ্ + জনক = বিপজ্জনক ;
- উৎ + লাস = উল্লাস;
- বাক্ + দান = বাগ্দান ;
- তৎ + মধ্যে = তন্মধ্যে ;
- শম্ + কা = শঙ্কা ;
- সম্ + চয় = সঞ্চয় ;
- সম্ + তাপ = সন্তাপ ;
- সম্ + মান = সম্মান ;
- ষ + থ = ষষ্ঠ;
অন্যদিকে,
- বিসর্গ সন্ধির উদাহরণ- পুরঃ + কার = পুরস্কার।
- স্বর সন্ধির উদাহরণ- পিতৃ + আলয় = পিত্রালয়, শে + অন = শয়ন।
0
Updated: 1 month ago