কোনটি সমার্থক শব্দ নয়?
A
পাবক
B
পবন
C
বহ্নি
D
অনল
উত্তরের বিবরণ
পাবক, অনল ও বহ্নি হলো আগুন শব্দের সমার্থক শব্দ । পবন শব্দের সমার্থক শব্দ বাতাস, বায়ু, অনিল, সমীরণ, বাত, মরুৎ, সমীর ইত্যাদি।

1
Updated: 1 month ago
'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ-
Created: 3 weeks ago
A
উৎকর্ষতা
B
অপকর্ষ
C
উৎকর্ষ
D
অপকর্ষতা
‘প্রকর্ষ’ শব্দ বিশ্লেষণ
-
‘প্রকর্ষ’ একটি সংস্কৃতজাত বিশেষ্য শব্দ।
-
এর অর্থ হলো –
-
শ্রেষ্ঠত্ব
-
উৎকর্ষ
-
উন্নতি
-
শ্রীবৃদ্ধি
-
সমৃদ্ধি
-
সুতরাং, ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ হলো ‘উৎকর্ষ’।
অন্যদিকে,
-
‘উৎকর্ষ’ শব্দের বিপরীত শব্দ হলো – ‘অপকর্ষ’।
-
তবে ‘উৎকর্ষতা’ এবং ‘অপকর্ষতা’ শব্দদুটি প্রত্যয়ের ভুল প্রয়োগের কারণে অশুদ্ধ বলে গণ্য।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 3 weeks ago
১৩) 'রাজীব' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
পানি
B
পদ্ম
C
মেঘ
D
বৃক্ষ
রাজীব [বিশেষ্য পদ]
-
এটি একটি সংস্কৃত শব্দ।
-
অর্থ:
-
পদ্ম
-
কমল
-
‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দসমূহ:
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
‘জায়া’ শব্দের সমার্থক শব্দ –
Created: 1 week ago
A
অর্ধাঙ্গী
B
কন্যা
C
নন্দিনী
D
ভগনী
'জায়া' শব্দের সমার্থক শব্দ 'অর্ধাঙ্গী' । এরুপ - ভার্যা, পত্নী, বধূ, বউ, গৃহিনী, গিন্নি, ঘরণি, বিবি, বেগম, পরিবার। কন্যার সমার্থক শব্দ নন্দিনী, মেয়ে, তনয়া, দুহিতা, ঝি, বেটি। 'ভগিনী' শব্দে সমার্থক হলো বোন।

0
Updated: 1 week ago