একটি কণা স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে সমত্বরণে চলে চতুর্থ সেকেন্ডে 14m দূরত্ব অতিক্রম করে। অষ্টম সেকেন্ডে কণাটি কত দূরত্ব অতিক্রম করবে?
A
20m
B
30m
C
25m
D
40m
উত্তরের বিবরণ
একটি
কণা স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু
করে সমত্বরণে চলে চতুর্থ সেকেন্ডে
14 m দূরত্ব অতিক্রম করে। অষ্টম সেকেন্ডে
কণাটি কত দূরত্ব অতিক্রম
করবে?
সমাধান:
স্থিরাবস্থা থেকে শুরু করলে,
n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব,
এখানে,
প্রদত্ত
আছে,
অতএব,
অষ্টম
সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব,
উ.
30 m

0
Updated: 1 day ago
ঘণ্টায় a মাইল বেগে b দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা সময় লাগবে?
Created: 4 weeks ago
A
(ab/b)2
B
(a/b)
C
(b/a)
D
ab/2
প্রশ্ন: ঘণ্টায় a মাইল বেগে b দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা সময় লাগবে?
সমাধান:
বেগ = a মাইল/ঘণ্টা
দূরত্ব = b মাইল
a মাইল যায় 1 ঘণ্টায়
1 মাইল যায় 1/a ঘণ্টায়
b মাইল যায় b/a ঘণ্টায়

0
Updated: 4 weeks ago
একজন ব্যক্তি ঘণ্টায় ৪ কি.মি. বেগে দৌড়ালে, তিনি ২৮০০ মিটার অতিক্রম করতে কত মিনিট সময় নেবেন?
Created: 1 month ago
A
৫২ মিনিটে
B
৪২ মিনিটে
C
৩৮ মিনিটে
D
৩২ মিনিটে
প্রশ্ন: একজন ব্যক্তি ঘণ্টায় ৪ কি.মি. বেগে দৌড়ালে, তিনি ২৮০০ মিটার অতিক্রম করতে কত মিনিট সময় নেবেন?
সমাধান:
আমরা জানি,
১ কি.মি. = ১০০০ মিটার
৪ কি.মি. = (৪ × ১০০০) মিটার
= ৪০০০ মিটার
৪০০০ মিটার পথ যায় = ৬০ মিনিটে
১ মিটার পথ যায় = ৬০/৪০০০ মিনিটে
২৮০০ মিটার পথ যায় = (৬০ × ২৮০০)/৪০০০ মিনিটে
= ৪২ মিনিটে

0
Updated: 1 month ago
(1, 1) এবং (2, 2) বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
Created: 2 months ago
A
4√2
B
√2/2
C
2√2
D
√2
প্রশ্ন: (1, 1) এবং (2, 2) বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
সমাধান:
বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = √{(x - x1)2 + (y - y1)2}
= √{(2 - 1)2 + (2 - 1)2}
= √{(1)2 + (1)2}
= √(1 + 1)
= √2

0
Updated: 2 months ago