‘লৌহ মানব’ হিসেবে খ্যাত সাবেক ব্রিটিশ প্রধান মন্ত্রী মারগারেট থ্যাচার মৃত্যুবরণ করেন কোন তারিখে?
A
৮ মার্চ, ২০১৩
B
১৮ মার্চ, ২০১৩
C
১৮ এপ্রিল, ২০১৩
D
৮ এপ্রিল, ২০১৩
উত্তরের বিবরণ
“লোহ মানব” উপাধিধারী প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার মারা যান ৮ এপ্রিল, ২০১৩ –এ স্ট্রোক–এ আক্রান্ত হয়ে লন্ডনের রিটজ হোটেলে ।

0
Updated: 1 day ago
Iodine-131 is a:
Created: 2 weeks ago
A
Stable halogen
B
Radioiodine
C
Inert iodine
D
Iodate compound
Iodine-131 হলো একটি Radioiodine, অর্থাৎ এটি তেজস্ক্রিয় আয়োডিন সমজাতীয় পদার্থ। এটি প্রাকৃতিক আয়োডিনের মতো রাসায়নিকভাবে কাজ করে, তবে এর নিউক্লিয়াস অস্থিতিশীল এবং বিটা ও গামা রশ্মি নিঃসরণ করে। মেডিসিনে Iodine-131 প্রধানত থাইরয়েড রোগের নির্ণয় ও চিকিৎসায় ব্যবহার করা হয়, যেমন হাইপারথাইরয়ডিজম বা থাইরয়েড ক্যান্সার। এটি শরীরে থাইরয়েড গ্রন্থিতে জমা হয় এবং স্থানীয়ভাবে বিকিরণ ছাড়ায় প্রভাবিত কোষ ধ্বংস করে। এজন্য Iodine-131 একটি গুরুত্বপূর্ণ রেডিওনুক্লিয়াইড ও থেরাপিউটিক উপাদান, যা স্বাস্থ্যসেবা ও গবেষণায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
সঠিক উত্তর: খ) Radioiodine।
তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
-
শরীরের কোন স্থানে ক্ষতিকর ক্যান্সার টিউমার আছে তা তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায়।
-
নিরাময়ের জন্য কোবাল্ট-60 থেকে নির্গত গামা রশ্মি নিক্ষেপ করে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা হয়।
-
থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি জনিত রোগের চিকিৎসায় Iodine-131 ব্যবহার করা হয়।
-
রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় ফসফরাস-32 এর ফসফেট ব্যবহৃত হয়।
-
দেহের হাড় বৃদ্ধি এবং ব্যাথার স্থান ও কারণ নির্ণয়ের জন্য টেকনেশিয়াম-99 আইসোটোপ ব্যবহার করা হয়।
-
ব্রেইন ক্যান্সার নিরাময়ে ইরিডিয়াম আইসোটোপ ব্যবহৃত হয়।

0
Updated: 2 weeks ago
বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানির নাম কী?
Created: 1 day ago
A
দাইউ
B
ফিনিক্স
C
ফোর্ড
D
বোয়িং
বোয়িং Boeing) হলো বিশ্বের অন্যতম শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানি। এটি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক ও সামরিক উড়োজাহাজ নির্মাণে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে।

0
Updated: 1 day ago
Which disease is bacterial in nature?
Created: 2 weeks ago
A
Malaria
B
Ringworm
C
Anthrax
D
AIDS
Anthrax হলো একটি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট রোগ। এটি সংক্রামক এবং প্রাণী ও মানুষ উভয়কেই প্রভাবিত করে। রোগটি Bacillus anthracis ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়। Anthrax প্রধানত পশুর চামড়া, পশুর মাংস বা সংক্রমিত পরিবেশ থেকে মানুষকে সংক্রমিত করে। অন্যদিকে, Malaria হলো পরজীবী দ্বারা সৃষ্ট রোগ, Ringworm হলো ছত্রাকজনিত রোগ, এবং AIDS হলো ভাইরাসজনিত রোগ। তাই প্রদত্ত চারটির মধ্যে শুধুমাত্র Anthrax ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট। দ্রুত শনাক্ত ও চিকিৎসা না করলে এটি গুরুতর সমস্যা তৈরি করতে পারে।
ব্যাকটেরিয়াজনিত রোগ সম্পর্কিত তথ্য:
-
ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়াজনিত রোগ বলা হয়।
-
উল্লেখযোগ্য ব্যাকটেরিয়াজনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি।
ভাইরাসজনিত রোগ সম্পর্কিত তথ্য:
-
ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাসজনিত রোগ বলা হয়।
-
উল্লেখযোগ্য ভাইরাসজনিত রোগ: জন্ডিস, কোভিড-১৯, হার্পিস, দাদ, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি।

0
Updated: 2 weeks ago