পানির ঘনত্ব সবচেয়ে বেশি–
A
৪°C তাপমত্রায়
B
৩°C তাপমাত্রায়
C
৫°C তাপমত্রায়
D
৬°C তাপমত্রায়
উত্তরের বিবরণ
পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে ৪°C তাপমাত্রায়। এই অবস্থায় পানি সবচেয়ে কম আয়তনে থাকে এবং বেশি ভারী হয়, তাই এটি নিচে বসে যায়।

0
Updated: 1 day ago
‘লৌহ মানব’ হিসেবে খ্যাত সাবেক ব্রিটিশ প্রধান মন্ত্রী মারগারেট থ্যাচার মৃত্যুবরণ করেন কোন তারিখে?
Created: 1 day ago
A
৮ মার্চ, ২০১৩
B
১৮ মার্চ, ২০১৩
C
১৮ এপ্রিল, ২০১৩
D
৮ এপ্রিল, ২০১৩
“লোহ মানব” উপাধিধারী প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার মারা যান ৮ এপ্রিল, ২০১৩ –এ স্ট্রোক–এ আক্রান্ত হয়ে লন্ডনের রিটজ হোটেলে ।

0
Updated: 1 day ago
সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়?
Created: 1 day ago
A
শেষরাতে
B
মধ্যাহ্নে
C
অপরাহ্ণে
D
সবসময়
সমুদ্র বায়ু সাধারণত দিনের বেলায় ভূমি গরম হলে সাগরের ঠান্ডা বাতাস ভূমির দিকে প্রবাহিত হয়। এর সবচেয়ে প্রবল বেগ থাকে অপরাহ্ণে, যখন ভূমির তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে।

0
Updated: 1 day ago
Iodine-131 is a:
Created: 2 weeks ago
A
Stable halogen
B
Radioiodine
C
Inert iodine
D
Iodate compound
Iodine-131 হলো একটি Radioiodine, অর্থাৎ এটি তেজস্ক্রিয় আয়োডিন সমজাতীয় পদার্থ। এটি প্রাকৃতিক আয়োডিনের মতো রাসায়নিকভাবে কাজ করে, তবে এর নিউক্লিয়াস অস্থিতিশীল এবং বিটা ও গামা রশ্মি নিঃসরণ করে। মেডিসিনে Iodine-131 প্রধানত থাইরয়েড রোগের নির্ণয় ও চিকিৎসায় ব্যবহার করা হয়, যেমন হাইপারথাইরয়ডিজম বা থাইরয়েড ক্যান্সার। এটি শরীরে থাইরয়েড গ্রন্থিতে জমা হয় এবং স্থানীয়ভাবে বিকিরণ ছাড়ায় প্রভাবিত কোষ ধ্বংস করে। এজন্য Iodine-131 একটি গুরুত্বপূর্ণ রেডিওনুক্লিয়াইড ও থেরাপিউটিক উপাদান, যা স্বাস্থ্যসেবা ও গবেষণায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
সঠিক উত্তর: খ) Radioiodine।
তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
-
শরীরের কোন স্থানে ক্ষতিকর ক্যান্সার টিউমার আছে তা তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায়।
-
নিরাময়ের জন্য কোবাল্ট-60 থেকে নির্গত গামা রশ্মি নিক্ষেপ করে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা হয়।
-
থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি জনিত রোগের চিকিৎসায় Iodine-131 ব্যবহার করা হয়।
-
রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় ফসফরাস-32 এর ফসফেট ব্যবহৃত হয়।
-
দেহের হাড় বৃদ্ধি এবং ব্যাথার স্থান ও কারণ নির্ণয়ের জন্য টেকনেশিয়াম-99 আইসোটোপ ব্যবহার করা হয়।
-
ব্রেইন ক্যান্সার নিরাময়ে ইরিডিয়াম আইসোটোপ ব্যবহৃত হয়।

0
Updated: 2 weeks ago