সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই
A
আফগানিস্তান
B
নেপাল
C
ভুটান
D
মালদ্বীপ
উত্তরের বিবরণ
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মালদ্বীপ ছিল একমাত্র দেশ, যেখানে দীর্ঘ সময় কোনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ছিল না। পরে তারা বিশ্ববিদ্যালয় স্থাপন করলেও ঐতিহাসিকভাবে মালদ্বীপই শিক্ষা-গঠনে সবচেয়ে পিছিয়ে ছিল।

0
Updated: 1 day ago
সার্কের বর্তমান মহাসচিব কে? (আগস্ট, ২০২৫)
Created: 2 months ago
A
মো. ইসমাইল চৌধুরী
B
মো. মোবাশ্বের চৌধুরী
C
মো. এহসানুল হক
D
মো. গোলাম সারোয়ার
সার্ক:
- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- সার্কের বর্তমান মহাসচিব বাংলাদেশের মো. গোলাম সারোয়ার। (আগস্ট, ২০২৫)
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- এগুলো হলো:
• বাংলাদেশ।
• ভারত
• পাকিস্তান
• নেপাল
• শ্রীলংকা
• ভুটান
• মালদ্বীপ
• আফগানিস্তান।

0
Updated: 2 months ago