কোন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়?
A
২১ মার্চ
B
২১ জুন
C
২৩ জুন
D
২১ সেপ্টেম্বর
উত্তরের বিবরণ
২১ জুন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়। এ দিনটি পরিচিত গ্রীষ্মকালীন অয়নান্ত Summer Solstice) নামে। এ সময় সূর্য কর্কট ক্রান্তির উপর সরাসরি পড়ে।

0
Updated: 1 day ago
BARD- এর প্রতিষ্ঠাতা কে?
Created: 6 days ago
A
জনাব আব্দুল হামিদ খান
B
ড. আখতার হামিদ খান
C
জনাব আলতাফ হামিদ খান
D
অধ্যক্ষ আব্দুল লতিফ খান
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড)-এর প্রতিষ্ঠাতা ছিলেন ড. আখতার হামিদ খান। তিনি ১৯৫৯ সালের ২৭ মে কুমিল্লায় পাকিস্তান একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট পরে বার্ড নামে পরিচিত) প্রতিষ্ঠা করেন এবং এর প্রথম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন । ড. খান কুমিল্লা মডেল নামে একটি অংশগ্রহণমূলক পল্লী উন্নয়ন পদ্ধতি উদ্ভাবন করেন, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং প্রশংসিত হয়েছে ।

0
Updated: 6 days ago
“অরুণ আলো” ও “রাঙা প্রভাত” কী?
Created: 1 day ago
A
বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ
B
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ
C
নতুন দুটি পিকনিক স্পট
D
দুটি যাত্রীবাহী জাহাজ
“অরুণ আলো” ও “রাঙা প্রভাত” হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের নাম। এই উড়োজাহাজগুলো বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার সিরিজের অন্তর্ভুক্ত এবং আধুনিক প্রযুক্তি ও আরামদায়ক যাত্রার জন্য সুপরিচিত।

0
Updated: 1 day ago
পানির ঘনত্ব সবচেয়ে বেশি–
Created: 1 day ago
A
৪°C তাপমত্রায়
B
৩°C তাপমাত্রায়
C
৫°C তাপমত্রায়
D
৬°C তাপমত্রায়
পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে ৪°C তাপমাত্রায়। এই অবস্থায় পানি সবচেয়ে কম আয়তনে থাকে এবং বেশি ভারী হয়, তাই এটি নিচে বসে যায়।

0
Updated: 1 day ago