কোনটি সমার্থক শব্দ নয়?
A
পাবক
B
পবন
C
বহ্নি
D
অনল
উত্তরের বিবরণ
পাবক, অনল ও বহ্নি হলো আগুন শব্দের সমার্থক শব্দ । পবন শব্দের সমার্থক শব্দ বাতাস, বায়ু, অনিল, সমীরণ, বাত, মরুৎ, সমীর ইত্যাদি।
1
Updated: 3 months ago
“জল“ শব্দের সমার্থক নয় কোনটি?
Created: 1 week ago
A
সলিল
B
উদক
C
নীর
D
জলধি
উ. ঘ) জলধি
‘জলধি’ শব্দের অর্থ সমুদ্র বা মহাসাগর, যা জল ধারণ করে — অর্থাৎ জলধারক। তাই এটি ‘জল’-এর সমার্থক নয়, বরং জলধারার স্থান নির্দেশ করে।
– ‘সলিল’, ‘উদক’, ও ‘নীর’ — এই তিনটি শব্দই ‘জল’ অর্থে ব্যবহৃত হয়।
– ‘জলধি’ গঠিত হয়েছে ‘জল’ + ‘ধি’ (ধারণ করা) থেকে, অর্থাৎ যে জল ধারণ করে।
– ব্যুৎপত্তিগতভাবে এটি ‘জলধারক’ বা ‘সমুদ্র’-এর প্রতিশব্দ।
– সুতরাং অর্থ ও ব্যবহারগত দিক থেকে ‘জলধি’ অন্য বিকল্পগুলোর সঙ্গে সমার্থক নয়।
0
Updated: 1 week ago
‘আগুন’ – এর সমার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
সুবর্ন
B
অনল
C
মার্তণ্ড
D
কর
‘অনল’ শব্দটি বাংলা ভাষায় ‘আগুন’ বা ‘অগ্নি’-র প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়।
-
সুবর্ণ মানে সোনা।
-
মার্তণ্ড মানে সূর্য।
-
কর মানে রশ্মি বা কর (ট্যাক্স)।
সঠিক উত্তর: ✅ খ) অনল
0
Updated: 2 months ago
‘অম্বর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
চন্দ্র
B
সূর্য
C
নভঃ
D
মেঘ
অম্বর - আকাশ, নভঃ, ব্যোম, দ্যু।
0
Updated: 1 month ago