‘যারা বাইরে ঠাট বজায় রেখে চলে।’ – এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
A
ব্যাঙের আধুলি
B
লেফাফা দুরস্ত
C
রাশভারি
D
ভিজে বেড়াল
উত্তরের বিবরণ
ব্যাঙের আধুলি বাগধারার অর্থ - সামান্য সম্পদ। রাশভারি বাগধারার অর্থ - গম্ভীর প্রকৃতির। ভিজে বেড়াল বাগধারার অর্থ – কপটচারী। লেফাফা দুরস্ত বাগধারার অর্থ - বাইরে ঠাঁট বজায় রাখা।

0
Updated: 1 month ago
'রামগরুড়ের ছানা' বাগ্ধারাটির অর্থ কী?
Created: 4 weeks ago
A
সাংঘাতিক
B
অতি মূর্খ
C
গোমড়ামুখো লোক
D
অকেজো
বাংলা বাগধারা ও অর্থ
-
রামগরুড়ের ছানা → গোমড়ামুখো লোক
-
গায়ে পড়া → অযাচিত
-
লগন চাঁদা → ভাগ্যবান
-
কালে ভদ্রে → কদাচিৎ
-
ঝিঙেফুল ফোটা → আয়ু ফুরিয়ে আসা
-
গয়ংগচ্ছ → ঢিলেমি
-
বুদ্ধির ঢেঁকি → নির্বোধ লোক
উৎস:
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
-
বাগধারা বাগবিধি, মুহাম্মদ আসাদুজ্জামান

0
Updated: 4 weeks ago
“ফাঁকা আওয়াজে কাজ আদায়”-এর সমার্থক বাগধারা কোনটি?
Created: 1 week ago
A
কলকাঠি নাড়া
B
কুপোকাৎ
C
কথায় চিড়া ভেজা
D
কালে ভদ্রে
কথায় চিড়া ভিজা - একটি বাগধারা যার মানে ফাঁকা আওয়াজে কাজ আদায় বা ফাঁকা বুলিতে কার্যসাধন।

0
Updated: 1 week ago
তামার বিষ- বাগধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
অর্থের অভাব
B
অর্থের প্রাচুর্য্য
C
অর্থের কু-প্রভাব
D
অর্থের অহংকার
তামা অর্থাৎ ধন-সম্পদকে বোঝায়। "তামার বিষ" বলতে বোঝায় টাকার কারণে মানুষের জীবনে যে খারাপ প্রভাব পড়ে—লোভ, লালসা, অনৈতিক কাজকর্মে জড়ানো ইত্যাদি।
যেমন— অনেক সময় অর্থের প্রাচুর্য্য বা লোভ মানুষকে ভুল পথে চালিত করে। তাই এই বাগধারার মাধ্যমে বোঝানো হয় অর্থের ক্ষতিকর বা নেতিবাচক প্রভাব।
👉 সঠিক উত্তর: গ) অর্থের কু-প্রভাব

0
Updated: 1 month ago