A
সংক্ষেপ করে
B
বিস্তৃত করে
C
ভাষারূপ ক্ষুন্ন করে
D
অর্থবোধক করে
উত্তরের বিবরণ
♦ সমাস:
- অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দ একসঙ্গে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
- সমাস অর্থ হল সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
- বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি।
- সমাসের কাজ হলো ভাষাকে সংক্ষেপ করা, নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করা, শব্দ গঠন প্রভৃতি।
- সমাস ব্যাকরণের শব্দ বা রূপতত্ত্বে আলেচিত হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 2 months ago
Custom' শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
Created: 2 days ago
A
আইন
B
প্রথা
C
শুল্ক
D
রাজস্বনীতি
‘Custom’ শব্দের অর্থ হচ্ছে — কোনো সমাজের প্রথা, অভ্যাস বা রীতিনীতি।
অন্যদিকে,
‘Customs’ শব্দের অর্থ — শুল্ক বিভাগ বা কাস্টমস অফিস।
‘Act’ শব্দের অর্থ — আইন বা বিধান।
‘Duty’ শব্দের অর্থ — শুল্ক বা কর।
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

0
Updated: 2 days ago
Transparency শব্দের বাংলা পরিভাষা কী?
Created: 4 days ago
A
যথার্থতা
B
নির্ভরযোগ্যতা
C
স্বচ্ছতা
D
দুর্নীতিদমন
Transparency শব্দটির বাংলা অর্থ হলো "স্বচ্ছতা"।
এছাড়াও এই শব্দটির সঙ্গে সম্পর্কযুক্ত ও গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি শব্দ ও তাদের সহজ বাংলা মানে নিচে দেওয়া হলো:
-
Accuracy – নির্ভুলতা, সঠিকতা বা যথাযথতা।
-
Precision – স্পষ্টতা বা নিখুঁতভাবে প্রকাশ করা।
-
Anti-corruption – দুর্নীতি প্রতিরোধ বা দমন।
-
Reliable – যাকে ভরসা করা যায়, বিশ্বাসযোগ্য।
-
Reliability – নির্ভরযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা।
আরও কিছু দরকারি ইংরেজি পরিভাষা ও তাদের বাংলা অর্থ:
-
Invoice – পণ্য বা সেবার চালান বা প্রেরণপত্র।
-
Equation – গণিতে ব্যবহৃত সমীকরণ।
-
Edition – বই বা প্রকাশনার সংস্করণ।
-
Appendix – বইয়ের শেষে থাকা পরিশিষ্ট বা অতিরিক্ত অংশ।
-
Memorandum – সরকারি বা দাপ্তরিক কাজে ব্যবহৃত স্মারকলিপি।
উৎস: বাংলা একাডেমি প্রকাশিত প্রশাসনিক পরিভাষা।

0
Updated: 4 days ago
'Consumer goods'-এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
Created: 2 days ago
A
ভোক্তার কল্যাণ
B
ভোগ্যপণ্য
C
ক্রয়কৃত পণ্য
D
ক্রেতার গুণাগুণ
'Consumer goods' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভোগ্যপণ্য।
‘ভোগ্যপণ্য’ অর্থ: যা সরাসরি মানুষের প্রয়োজন মেটায় যেমন খাদ্য, পোশাক ইত্যাদি
কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
• ‘Manual’ শব্দের বাংলা পরিভাষা - সারগ্রন্থ।
• ‘Manuscript’ শব্দের বাংলা পরিভাষা - পাণ্ডুলিপি।
• ‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
• ‘Appendix' শব্দের বাংলা পরিভাষা - পরিশিষ্ট।
• ‘Gazette’ শব্দের বাংলা পরিভাষা - ঘোষণাপত্র।
• ‘Idealism’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভাববাদ।
• ‘Idiom’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - বাগধারা।
• ‘Utterance’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উক্তি/বচন।
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি এবং অভিগম্য অভিধান।

0
Updated: 2 days ago