মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
A
মেলানিন
B
থায়ামিন
C
ক্যারোটিন
D
হিমোগ্লোবিন
উত্তরের বিবরণ
মানবদেহের ত্বকে থাকা বিশেষ ধরনের কোষ, যাদের বলা হয় মেলানোসাইট, তারা মেলানিন নামের এক ধরনের রঞ্জক উৎপন্ন করে। এই মেলানিনের পরিমাণ ও বিস্তারের উপরই মানুষের গায়ের রঙ গাঢ় বা ফর্সা হয়।
অন্যদিকে, মস্তিষ্কে অবস্থিত পিনিয়াল গ্রন্থি মেলাটোনিন নামক একটি হরমোন নিঃসরণ করে, যা ঘুম ও জাগরণের সময়চক্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যখন মেলানিন একেবারেই অনুপস্থিত থাকে, তখন ত্বকে কোনো রঙ থাকে না — ত্বক সাদাটে হয়ে যায়। এই অবস্থাকেই বিজ্ঞানের ভাষায় অ্যালবিনিজম বলা হয়, যা একটি বংশগত বৈশিষ্ট্যজনিত অবস্থা।
উৎস: প্রাণিবিজ্ঞান (একাদশ-দ্বাদশ শ্রেণি), ব্রিটানিকা ওয়েবসাইট।

0
Updated: 1 day ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, দেশে বর্তমান সিটি কর্পোরেশনের সংখ্যা কত?
Created: 1 month ago
A
১০টি
B
১১টি
C
১২টি
D
১৩টি
জনশুমারি ও গৃহগণনা ২০২২
-
দেশে মোট সিটি কর্পোরেশন: ১২টি
-
মোট উপজেলা: ৪৯৫টি
-
মোট মেট্রো থানা: ১০৫টি
-
মোট পৌরসভা: ৩২৭টি
-
মোট ইউনিয়ন: ৪,৫৯৬টি
-
মোট গ্রাম: ৯০,০৪৯টি
📌 তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট

0
Updated: 1 month ago
বিলিরুবিন তৈরি হয়-
Created: 2 months ago
A
পিত্তথলিতে
B
কিডনীতে
C
প্লীহায়
D
যকৃতে
বিলিরুবিন একটি হলুদ বর্ণের বর্জ্য পদার্থ, যা মূলত যকৃত ও অস্থিমজ্জায় তৈরি হয় এবং পরবর্তীতে প্লীহাতে সঞ্চিত থাকে।
-
প্লীহা, যা যকৃতের অংশ হিসেবে বিবেচিত, বিলিরুবিন উৎপাদনের গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং এটি পরবর্তীতে যকৃতে স্থানান্তরিত হয়ে কনজুগেশনের প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াজাত হয়।
-
হিমোগ্লোবিনের লৌহধারী প্রস্থেটিক অংশ ভেঙে যে বর্জ্য পদার্থ তৈরি হয়, সেগুলোর মধ্যে বিলিরুবিন অন্যতম গুরুত্বপূর্ণ।
-
বিলিরুবিন রক্তের মাধ্যমে যকৃতে পৌঁছে গ্লুকো-ইউরোনিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে জলীয় পরিবেশে দ্রবণযোগ্য হয়ে ওঠে এবং পরে পিত্তের মাধ্যমে ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে।
-
ক্ষুদ্রান্ত্রে উপস্থিত জীবাণু বা ব্যাকটেরিয়ার মাধ্যমে বিলিরুবিনের একটি অংশ ইউরোবিলিনোজেনে রূপান্তরিত হয়, যা রক্তে শোষিত হয়ে পরবর্তীতে ইউরোবিলিনে পরিণত হয় এবং মূত্রের মাধ্যমে নিঃসৃত হয়। এর ফলেই মূত্রের রং হলুদ দেখায়।
-
যদি শরীরে বিলিরুবিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, তখন তা জন্ডিস নামে পরিচিত একটি রোগের কারণ হয়।
সূত্র: প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago
কোলেস্টেরল এক ধরনের ____ ।
Created: 2 months ago
A
অসম্পৃক্ত এলকোহল
B
জৈব এসিড
C
পলিমার
D
এমিনো এসিড
কোলেস্টেরল
-
কোলেস্টেরল হলো একটি চর্বির মতো স্টেরয়েড, যা আমাদের কোষের ঝিল্লিতে (সেল মেমব্রেন) থাকে এবং রক্তের মাধ্যমে সব প্রাণীর দেহে পরিবাহিত হয়।
-
এটি এক ধরনের কঠিন বা অসম্পৃক্ত অ্যালকোহল।
-
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি হলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে।
-
যকৃৎ এবং মগজে কোলেস্টেরলের পরিমাণ সবচেয়ে বেশি।
-
কোলেস্টেরল অন্যান্য চর্বির সঙ্গে মিশে রক্তে স্নেহের পরিবাহক হিসেবে কাজ করে।
-
চর্বি ও প্রোটিনের এই যৌগকে লাইপোপ্রোটিন বলা হয়।
-
লাইপোপ্রোটিনের ধরণ নির্ভর করে স্নেহের পরিমাণের উপর। প্রধান দুটি ধরণ হলো:
-
উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন (HDL) – ভালো কোলেস্টেরল।
-
নিম্ন ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন (LDL) – বেশি থাকলে ক্ষতিকর।
-
রক্তে LDL-এর মাত্রা বেশি হলে শরীরের জন্য এটি বিপজ্জনক।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 months ago