‘কৃতবিদ্য’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
A
কৃত যে বিদ্য
B
কৃত যে বিদ্যা
C
কৃত বিদ্যা যার
D
কৃত হয়েছে যার বিদ্যা
উত্তরের বিবরণ
যে সমাসের সমস্তপদে পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায় তাই বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরুপে ব্যবহৃত হয়। যেমন - বহু ব্রীহি (ধান) আছে যার। কৃত বিদ্যা যার - কৃতবিদ্য।

0
Updated: 1 month ago
“ভিক্ষুককে দান কর।” – বাক্যটির মিশ্রবাক্য কোনটি?
Created: 2 days ago
A
ভিক্ষুক ভিক্ষা চায়, তাকে দান কর।
B
যে ভিক্ষা চায়, তাকে দান কর।
C
ভিক্ষা চাওয়া ভিক্ষুক কে দান কর।
D
ভিক্ষা চায়, ভিক্ষা দাও।
সরল বাক্য ও মিশ্র বাক্য
-
সরল বাক্য: একক ভাব প্রকাশ করে এবং একক বক্তব্য বহন করে।
-
উদাহরণ: ভিক্ষুককে দান কর।
-
-
মিশ্র বাক্য: একাধিক ভাব বা একাধিক খণ্ডবাক্য সমন্বয় করে গঠিত।
-
উদাহরণ: যে ভিক্ষা চায়, তাকে দান কর।
-
সরল বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তরের ধাপ:
-
সরল বাক্যের এমন একটি অংশ নির্বাচন করতে হবে যা খণ্ডবাক্যে রূপান্তরযোগ্য।
-
খণ্ডবাক্যটির শুরুতে বা মাঝে সম্বন্ধসূচক শব্দ ব্যবহার করতে হবে।
-
খণ্ডবাক্য ও প্রধান বাক্যকে সঠিকভাবে যুক্ত করে মিশ্র বাক্য তৈরি করতে হবে।
-
অর্থ যেন স্পষ্ট থাকে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
উদাহরণসমূহ:
-
সরল বাক্য: ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে।
-
মিশ্র বাক্য: যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে।
-
-
সরল বাক্য: তার দর্শনমাত্রই আমরা প্রস্থান করলাম।
-
মিশ্র বাক্য: যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম।
-

0
Updated: 2 days ago
‘যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।’-এটি কোন ধরনের বাক্য?
Created: 3 days ago
A
সরল বাক্য
B
জটিল বাক্য
C
যৌগিক বাক্য
D
খণ্ড বাক্য
জটিল বাক্য হলো এমন একটি বাক্য যেখানে একটি প্রধান খণ্ডবাক্যর অধীনে এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে, অথবা একাধিক প্রধান খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়।
এর অর্থ, বাক্যের অংশগুলো একে অপরের সাথে নির্ভরশীল বা সম্পর্কিত থাকে। জটিল বাক্য গঠনের ক্ষেত্রে সাধারণত সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজক ব্যবহৃত হয়।
সাপেক্ষ সর্বনাম: যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা প্রভৃতি।
সাপেক্ষ যোজক: যদি-তবে, যদিও-তবুও, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি।
যখন এই ধরনের শব্দ ব্যবহার করে অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তখন সেটি জটিল বাক্য হিসেবে চিহ্নিত হয়।
উদাহরণ:
-
যে রক্ষক, সে ভক্ষক।
-
যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
-
যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
-
সে যে কোথায়, তা আমার জানা নেই।
-
যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।

0
Updated: 3 days ago
'হংসডিম্ব' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Created: 1 week ago
A
হংসীর ডিম
B
হাঁসের ডিম
C
হাঁস ও ডিম
D
হঁংস হতে যে ডিম
• ষষ্ঠী তৎপুরুষ সমাস:
পূর্বপদে ষষ্ঠী বিভক্তি (র/এর) লোপ হয়ে যে তৎপুরুষ সমাস গঠিত হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
যেমন:
-
মৃগীর শিশু = মৃগশিশু
-
ছাগীর দুগ্ধ = ছাগদুগ্ধ
-
হংসীর ডিম্ব = হংসডিম্ব
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 1 week ago