মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় –
A
সেরিকালচার
B
টিস্যুকালচার
C
এপিকালচার
D
পিসিকালচার
উত্তরের বিবরণ
মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় এপিকালচার Apiculture)। এটি একটি কৃষি শাখা, যেখানে মৌমাছি পালন করে মধু, মোম ইত্যাদি সংগ্রহ করা হয়।

0
Updated: 1 day ago
কোন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়?
Created: 1 day ago
A
২১ মার্চ
B
২১ জুন
C
২৩ জুন
D
২১ সেপ্টেম্বর
২১ জুন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়। এ দিনটি পরিচিত গ্রীষ্মকালীন অয়নান্ত Summer Solstice) নামে। এ সময় সূর্য কর্কট ক্রান্তির উপর সরাসরি পড়ে।

0
Updated: 1 day ago
কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভূক্ত নয়?
Created: 1 day ago
A
ব্রাজিল
B
আর্জেন্টিনা
C
পেরু
D
পানামা
পানামা ভৌগোলিকভাবে মধ্য আমেরিকায় অবস্থিত হলেও সংস্কৃতি ও ভাষার দিক থেকে এটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত।

0
Updated: 1 day ago
বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরষ্কার কোনটি?
Created: 6 days ago
A
শিশু একাডেমি পুরষ্কার
B
স্বাধীনতা দিবস পুরষ্কার
C
বাংলা একাডেমি পুরষ্কার
D
২১শে পদক
বাংলাদেশে সাহিত্যে প্রদত্ত সর্বোচ্চ সম্মাননা হলো ২১শে পদক।
এটি ১৯৭৬ সালে প্রবর্তিত হয়।
ভাষা আন্দোলন ও জাতীয় সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ এটি প্রদান করা হয়।
সাহিত্যের পাশাপাশি শিল্প, শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা প্রভৃতি ক্ষেত্রেও এই পদক প্রদান করা হয়।

0
Updated: 6 days ago