পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করেছে কোন রেখা?
A
সমাক্ষ রেখা
B
নিরক্ষরেখা
C
মেরু রেখা
D
দ্রাঘিমা রেখা
উত্তরের বিবরণ
নিরক্ষরেখা Equator) হলো একটি কাল্পনিক রেখা, যা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমান দুই ভাগে ভাগ করে। এটি পৃথিবীর মধ্যভাগে অবস্থিত এবং ০° অক্ষাংশে অবস্থান করে।

0
Updated: 1 day ago
পৃথিবীর দিবারাত্রির হ্রাস-বৃদ্ধির প্রকৃত কারণ-
Created: 1 month ago
A
পৃথিবীর অভিগত গোলাকৃতি
B
পৃথিবীর কক্ষপথে কৌণিক অবস্থান
C
পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ
D
বর্ণিত সবগুলো
পৃথিবীর দিবারাত্রির হ্রাস-বৃদ্ধির কারণ
মূল কারণসমূহ:
-
পৃথিবীর গোলাকৃতি
-
পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ
-
পৃথিবীর অবিরাম আবর্তন ও পরিক্রমণ
-
পৃথিবীর মেরুরেখার সর্বদা একই মুখে অবস্থান
-
পৃথিবীর কক্ষপথে কৌণিক অবস্থান
বিস্তারিত ব্যাখ্যা:
-
পৃথিবী সূর্যকে প্রদক্ষিণের সময় নিজের মেরুরেখায় ৬৬.৫° কোণে হেলে থাকে।
-
এই কোণের কারণে:
-
২১ মার্চ: সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় → দিবারাত্রি সমান।
-
২১ জুন: উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত।
-
২৩ সেপ্টেম্বর: পুনরায় সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় → দিবারাত্রি সমান।
-
২২ ডিসেম্বর: দক্ষিণ গোলার্ধে সর্ববৃহৎ দিন, উত্তর গোলার্ধে সর্বনিম্ন দিন।
-
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 month ago