মানুষের ত্বকের রং নির্ভর করে যে উপাদানটির ওপর
A
থায়ামিন
B
টায়ালিন
C
মেলানিন
D
নিয়াসিন
উত্তরের বিবরণ
মানুষের ত্বকের রং নির্ভর করে মেলানিন নামক রঞ্জক পদার্থের ওপর। মেলানিন যত বেশি, ত্বক তত গাঢ় রঙের হয়; আবার কম হলে ত্বক হয় ফর্সা।

0
Updated: 1 day ago
পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?
Created: 1 week ago
A
স্বর্ণ
B
হীরা
C
সিলভার
D
প্লাটিনাম
প্লাটিনাম স্বর্ণের তুলনায় কম উৎপাদিত হয় বার্ষিক মাত্র ~১৯০ টন), ফলে এর বাজারমূল্য বেশি। এটি রাসায়নিকভাবে স্থিতিশীল, ১৭৭০°C গলনাঙ্কবিশিষ্ট এবং প্রধানত গাড়ির ক্যাটালাইটিক কনভার্টার, চিকিৎসা যন্ত্র ও ইলেকট্রনিকস তৈরিতে ব্যবহৃত হয়।

0
Updated: 1 week ago
বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জিনগত নকশা উন্মোচন করেছেন?
Created: 1 day ago
A
গরু
B
ভেড়া
C
ছাগল
D
মহিষ
বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রাণীর জিনগত নকশা উন্মোচন করা হয় কালিগ্রাম বা ‘ব্ল্যাক বেঙ্গল’ ছাগলের, যার পুরো জিনোম সিকুয়েন্স করা হয়েছে। এই সাফল্য চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির গবেষকদের দ্বারা অর্জিত, যেখানে ডঃ আমাম জোনায়েদ সিদ্দিকী নেতৃত্বে কাজ শুরু হয় ।

0
Updated: 1 day ago
কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
Created: 1 day ago
A
লাল
B
কালো
C
সাদা
D
সবুজ
সাদা রঙের কাপ তাপ বিকিরণ কম শোষণ করে এবং সহজে তাপ ছাড়ে, ফলে এতে চা তুলনামূলকভাবে দ্রুত ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে, গাঢ় রঙ তাপ ধরে রাখে।

0
Updated: 1 day ago