বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানির নাম কী?
A
দাইউ
B
ফিনিক্স
C
ফোর্ড
D
বোয়িং
উত্তরের বিবরণ
বোয়িং Boeing) হলো বিশ্বের অন্যতম শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানি। এটি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক ও সামরিক উড়োজাহাজ নির্মাণে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে।

0
Updated: 1 day ago
মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় –
Created: 1 day ago
A
সেরিকালচার
B
টিস্যুকালচার
C
এপিকালচার
D
পিসিকালচার
মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় এপিকালচার Apiculture)। এটি একটি কৃষি শাখা, যেখানে মৌমাছি পালন করে মধু, মোম ইত্যাদি সংগ্রহ করা হয়।

0
Updated: 1 day ago
বরেন্দ্র বলতে বুঝায় কোনটি?
Created: 6 days ago
A
পূর্ববঙ্গ
B
পশ্চিমবঙ্গ
C
উত্তর বঙ্গ
D
দক্ষিণবঙ্গ
বরেন্দ্র অঞ্চল উত্তর বঙ্গের একটি ঐতিহাসিক ও ভৌগোলিক অঞ্চল। এটি বর্তমান বাংলাদেশের রাজশাহী, রংপুর ও ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশে বিস্তৃত। বরেন্দ্র অঞ্চল মাটির উর্বরতা ও কৃষিকাজের জন্য প্রসিদ্ধ। ঐতিহাসিক দিক থেকে এটি বাংলার অন্যতম প্রাচীন অঞ্চল।

0
Updated: 6 days ago
SMOG হচ্ছে-
Created: 6 days ago
A
সিগারেটের ধোঁয়া
B
কুয়াশা
C
কালধোঁয়া
D
দূষিত বাতাস
SMOG হলো ধোঁয়া Smoke) ও কুয়াশা (Fog)-এর সংমিশ্রণ, যা মূলত শিল্পকারখানার বর্জ্য, যানবাহনের কালো ধোঁয়া ও কুয়াশার কারণে তৈরি হয়। এটি পরিবেশের জন্য ক্ষতিকর এবং মানুষের শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায়। তাই, SMOG বলতে দূষিত বাতাসকেই বোঝানো হয়।

0
Updated: 6 days ago