কোনটি ফারসি শব্দ?
A
চাবি
B
চাকর
C
চাহিদা
D
চশমা
উত্তরের বিবরণ
চাকর ও চশমা ফারসি ভাষার শব্দ। ফারসি ভাষার আরও কয়েকটি শব্দ - নামাজ, রোজা, কারখানা, নালিশ, নমুনা, আমদানি, রফতানি, হাঙ্গামা । চাবি পর্তুগিজ শব্দ ও চাহিদা বাংলা শব্দ। উল্লেখ্য, নবম - দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ বোর্ড বই অনুযায়ী চাকর ও চাহিদা যথাক্রমে তুর্কি ও পাঞ্জাবি শব্দ।

0
Updated: 1 month ago
মনীষা শব্দের বিপরীত শব্দ—
Created: 1 month ago
A
নির্বোধ
B
প্রজ্ঞা
C
স্থিরতা
D
মনস্বিতা
‘মনীষা’ শব্দের বিপরীত শব্দ ‘নির্বোধ’।
‘মনীষা’ শব্দের অর্থ = প্রজ্ঞা; তীক্ষ্ণবুদ্ধি; প্রতিভা। ‘নির্বোধ’ শব্দের অর্থ = বোধহীন; অজ্ঞান; মূর্খ; বুদ্ধিশূন্য।

0
Updated: 1 month ago
ইতর-এর বিপরীত শব্দ কোনটি?
Created: 1 week ago
A
অভদ্র
B
মিথ্যা
C
উত্তম
D
ভদ্র
ইতর শব্দের অর্থ - অভদ্র, নীচ, নিম্ন শ্রেণীভুক্ত ইতর জীব। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। ভদ্র শব্দের অর্থ - মার্জত আচরণবিশিষ্ট, শিষ্ট, সব্য, সজ্জন, সাধু ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। তাই, ইতর শব্দের বিপরীত শব্দ ভদ্র।

0
Updated: 1 week ago
’উগ্র’ এর বিপরীত শব্দ-
Created: 2 weeks ago
A
অনুগ্র
B
সৌম্য
C
ধীর
D
স্থির
‘উগ্র’ এর বিপরীত শব্দ- মৃদু / সৌম্য। গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: ‘অনুরক্ত’ এর বিপরীত শব্দ – বিরক্ত ‘উদ্ধত’ এর বিপরীত শব্দ-বিনীত। ‘সৌম্য’ শব্দের বিপরীত শব্দ- ‘উগ্র’। ‘অনুমেয়’ এর বিপরীত শব্দ– অননুমেয়। ‘নিয়ত’ এর বিপরীত শব্দ– বিরত। ‘প্রবিষ্ট’ এর বিপরীত শব্দ– প্রস্থিত। ‘দরদি’ এর বিপরীত শব্দ-নির্দয়। ‘ঔদ্ধত্য’ এর বিপরীত শব্দ- বিনয়।

0
Updated: 2 weeks ago