A
ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক
B
ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক
C
ভিক্ষুককে ভিক্ষা দাও
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। বস্তু নয় - ব্যক্তিই সম্প্রদান কারক। যেমন: ভিক্ষুককে ভিক্ষা দাও। কে, রে - চতুর্থী বিভক্তি।

0
Updated: 1 day ago
বিভক্তিহীন নামপদকে কী বলে?
Created: 2 days ago
A
বিশেষ্য
B
সমাস
C
অব্যয়
D
প্রাতিপদিক
প্রাতিপদিক হলো সেই মূল শব্দ বা ধাতু, যার সাথে কোনো বিভক্তি যোগ করা হয়নি। বাংলা ব্যাকরণে এটি শব্দের মূল রূপ হিসেবে বিবেচিত হয়, যা বিভক্তি যুক্ত হলে পূর্ণ অর্থবোধক শব্দ বা পদে পরিণত হয়। উদাহরণস্বরূপ: "ছাত্র" প্রাতিপদিক শব্দ; বিভক্তি যোগ করলে এটি হয় "ছাত্ররা", "ছাত্রের" ইত্যাদি।

0
Updated: 2 days ago
নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
Created: 2 months ago
A
ঘোড়াকে চাবুক মার
B
ডাক্তার ডাক
C
গাড়ি স্টেশন ছেড়েছে
D
মুষলধারে বৃষ্টি পড়ছে
করণ কারক
যে কারো মাধ্যমে বা যার সাহায্যে কোনো কাজ বা ক্রিয়া সম্পন্ন হয়, তাকে করণ কারক বলা হয়। ‘করণ’ শব্দের অর্থ হল উপায় বা সহায়ক মাধ্যম।
বাক্যের ক্রিয়াপদকে যদি ‘কার দ্বারা’ বা ‘কী উপায়ে’ প্রশ্ন করা হয় এবং যে উত্তর পাওয়া যায়, সেটিই করণ কারক।
করণ কারকের বিভিন্ন বিভক্তি ও ব্যবহার
১. প্রথমা বা শূন্য বিভক্তি
উদাহরণ:
-
ছাত্ররা বল খেলে।
-
ঘোড়াকে চাবুক মার।
২. তৃতীয়া বা দ্বারা বিভক্তি
উদাহরণ:
-
লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়।
-
মন দিয়া কর সবে বিদ্যা অর্জন। (দিয়া বিভক্তিও ব্যবহার হয়)
৩. সপ্তমী বা এ বিভক্তি
উদাহরণ:
-
ফুলে ফুলে ঘর ভরেছে।
-
জ্ঞানে বিমল আনন্দ হয়।
৪. তে বিভক্তি
উদাহরণ:
-
লোকটা জাতিতে বৈষ্ণব।
৫. য় বিভক্তি
উদাহরণ:
-
চেষ্টায় সব হয়।
সূত্র:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
বাংলা ভাষার ব্যাকরণ – নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ

0
Updated: 2 months ago
সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?
Created: 1 day ago
A
কে, রে
B
প্রথমা, শুন্য
C
র, এর
D
এ, তে
সম্বন্ধ পদে 'র' বা 'এর' বিভক্তি (ষষ্ঠী বিভক্তি) যুক্ত হয়ে থাকে। যথা: আমি + র = আমার (ভাই), খালিদ + এর = খালিদের (বই) ইত্যাদি।

0
Updated: 1 day ago