কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল?
A
আকবর
B
শাহজাহান
C
জাহাঙ্গীর
D
আওরঙ্গজেব
উত্তরের বিবরণ
লালবাগ দুর্গ নির্মাণ শুরু হয় মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে। ১৬৭৮ সালে ঢাকা’র তৎকালীন সুবাদার প্রিন্স মোহাম্মদ আজম আওরঙ্গজেবের পুত্র) এর নির্মাণ শুরু করেন, তবে দুর্গটি সম্পূর্ণ হয়নি।

0
Updated: 1 day ago
ঢাকার লালবাগ দুর্গ নির্মাণ করেন কে?
Created: 3 weeks ago
A
মীর জুমলা
B
শায়েস্তা খান
C
শাহ সুজা
D
সুবেদার ইসলাম খান
লালবাগ কেল্লা সম্পর্কিত তথ্যগুলো নিম্নরূপ রিরাইট করা হলো। লালবাগ কেল্লা, যা কেল্লা আওরঙ্গবাদ বা আওরঙ্গবাদ দুর্গ নামেও পরিচিত, মোগল আমলের একটি চমৎকার নিদর্শন।
-
কেল্লার নকশা করেন শাহ আজম
-
মোঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহ ১৬৭৮ খ্রিস্টাব্দে ঢাকার সুবেদারের বাসস্থান হিসেবে দুর্গের নির্মাণ কাজ শুরু করেন
-
নবাব শায়েস্তা খাঁ ১৬৮০ সালে ঢাকায় এসে পুনরায় দুর্গের নির্মাণ কাজ চালু করেন
-
শায়েস্তা খানের কন্যা পরী বিবির মৃত্যু এর পর ১৬৮৪ খ্রিস্টাব্দে নির্মাণ কাজ বন্ধ করা হয়
-
পরী বিবিকে দরবার হল এবং মসজিদের মাঝখানে সমাহিত করা হয়
-
১৮৪৪ সালে ঢাকা কমিটি, একটি আধা-সরকারি প্রতিষ্ঠান, দুর্গের উন্নয়ন কাজ শুরু করে
-
এই সময় দুর্গটি লালবাগ দুর্গ নামে পরিচিতি লাভ করে
-
১৯১০ সালে লালবাগ দুর্গের প্রাচীর সংরক্ষিত স্থাপত্য হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আনা হয়

0
Updated: 3 weeks ago