কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেনুপোনা সংগ্রহ করা হয়?
A
তিস্তা
B
করতোয়া
C
তিতাস
D
হালদা
উত্তরের বিবরণ
বাংলাদেশের একমাত্র নদী হালদা, যেখান থেকে প্রাকৃতিকভাবে বাণিজ্যিক ভিত্তিতে মাছের মূলত রুই জাতীয়) রেনুপোনা সংগ্রহ করা হয়। এটি বিশ্বে বিরল একটি নদী, যেখানে প্রাকৃতিক প্রজননে এত পরিমাণ রেনু পাওয়া যায়।

0
Updated: 1 day ago